মমতার বিরুদ্ধে ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দিতে চান না অধীর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 4, 2021

মমতার বিরুদ্ধে ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দিতে চান না অধীর

কলকাতা: ভবানীপুরে (Bhawanipur) উননির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী দিতে চাইছেন না অধীর চৌধুরী (Adhir Choudhuri) । এই কেন্দ্রে দলের তরফে প্রার্থী না দিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) প্রতি সম্মান প্রদর্শন করতে চাইছেন তিনি। যদিও এটা একান্তই প্রদেশ কংগ্রেস সভাপতির ব্যক্তিগত মতামত। সবটাই নির্ভর করছে এআইসিসি-র (AICC) উপর।

বিশাল সংখ্যায় আসন পেয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল (Tmc) । তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়ে লড়াই না করে বরং তাঁকে সম্মান জানাতে চান অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতির এই অবস্থানে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

রাজ্য কংগ্রেসে (Congress) তৃণমূলের গোর বিরোধী নেতা বললেই অধীর চৌধুরীর নাম সবার আগে আসে। নানা ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে সুর চড়িয়েছেন অধীর চৌধুরী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে প্রায়শই মাঠে নামতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে।

সেই অধীরের উলোটপুরাণ? নন্দীগ্রাম (Nandigram) থেকে দাঁড়ালেও অল্প মার্জিনে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের জন্য ফের শপথ নিয়েছেন তিনি। প্রথা অনুযায়ী ৬ মাসের মধ্যে তাঁকে ফের যে কোনও আসন থেকে জিতে বিধানসভায় (Assembly) ফিরতে হবে।

মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই ভোটে লড়বেন। ইতিমধ্যেই সেই কেন্দ্রে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee) ইস্তফা দিয়েছেন। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য রাজনীতিতে প্রবল মমতা বিরোধী হিসেবে পরিচিত অধীর চৌধুরী ভবানীপুর কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে দলের প্রার্থী দিতে চান না। অধীর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে ওই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। ভবানীপুরে এমনিতেই কংগ্রেসের জেতার সম্ভাবনা কম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানেই ওই আসনে তিনি প্রার্থী দিতে চাইছেন না।

ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁর ইচ্ছার কথা এআইসিসি-কে জানিয়ে দিয়েছেন। তবে এআইসিসি-র তরফে এখনও এবিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদের আরও দুটি কেন্দ্র ও উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রে উপনির্বাচন হবে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী না দিলেও বাকি কেন্দ্রগুলিতে কংগ্রেস প্রার্থী দেবে ও পূর্ণ শক্তিতে লড়াই করবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী।

The post মমতার বিরুদ্ধে ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দিতে চান না অধীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uPXte8

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages