
নয়াদিল্লি: এখনই প্রতীক্ষার অবসান হচ্ছে না কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। মহার্ঘ্য ভাতা বা DA-এর জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। মহার্ঘ্য ভাতা নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম (National Council of JCM) এবং ফাইন্যান্স মন্ত্রক ও পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট (Ministry of Finance and Department of Personnel and Training) আধিকারিকদের মধ্যে আলোচনা পিছিয়ে গিয়েছে ৷ ডিএ বা মহার্ঘ্য ভাতা নিয়ে আলোচনা মে মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আলোচনা হয়নি ৷
ন্যাশনাল কাউন্সিল অব জেসিএম (National Council of JCM) এবং অর্থ মন্ত্রকের আধিকারিকরা সপ্তম বেতন কমিশন সম্পর্কিত নানা সমস্যার বিষয়ে কর্মীদের মতামত নিতে শুরু করেছেন। গত ৮ মে কর্মী সংগঠনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে বলে স্থির হয়েছিল। কিন্তু করোনা মহামারীর (Corona Pandemic) কারণে এই বৈঠক মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, করোনার দ্বিতীয় তরঙ্গ জারি থাকায় সেই সময়সূচীর আবারও পরিবর্তন করা হয়। তবে, জুন মাসেই বৈঠক হতে পারে বলে আশা করছে ন্যাশানাল কাউন্সিল অব জেসিএম আধিকারিকরা।
ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম-এর তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের জেরে রাজধানী দিল্লিতে যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তার জন্যে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে ৷ করোনা পরিস্থিতির জেরে কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়নি ৷ কেন্দ্র সরকার গত বছরের শুরু থেকে বকেয়া ডিএ-র টাকার তিনটি ইনস্টলমেন্ট চলতি বছরের জুন মাস পর্যন্ত আটকে রেখেছে ৷ ফলে এটি কেন্দ্রীয় কর্মীদের পক্ষে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জেসিএম-এর সেক্রেটারি শিব গোপাল মিশ্রা (Shiv Gopal Mishra) জানিয়েছেন, বৈঠক চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ (DA) পাচ্ছেন ৷ এবার সেটা ১১ শতাংশ বাড়িয়ে ২৮ শতাংশ করার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে এক লাফে বেতন অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ দু’বছরের ডিএ-র লাভ একবারে পেতে চলেছেন কর্মচারীরা ৷
The post পিছিয়ে গেল বকেয়া DA নিয়ে আলোচনা, উদ্বেগের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pjMWqG
No comments:
Post a Comment