কেমন হবে CBSE দ্বাদশ শ্রেণির মূল্যায়ন পদ্ধতি, ২ সপ্তাহের মধ্যে ঠিক করার সুপ্রিম নির্দেশ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 3, 2021

কেমন হবে CBSE দ্বাদশ শ্রেণির মূল্যায়ন পদ্ধতি, ২ সপ্তাহের মধ্যে ঠিক করার সুপ্রিম নির্দেশ

নয়াদিল্লি: করোনার সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সিবিএসই ও আসিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষা (Exam) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছিল নির্দিষ্ট সময়মের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে মূল্যায়ন কীভাবে হবে? তা নির্দিষ্ট করতে এবার কেন্দ্রকে ২ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।

কেন্দ্রীয় সরকার পরীক্ষা বাতিল করেছে তাতে সুপ্রিম কোর্ট খুশি, তা জানিয়ে বিচারপতি কেন্দ্রের কাছে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি তলব করেছেন। বাতিল হওয়া দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পদ্ধতি নির্ধারণ করার জন্য ২ সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। একই কাজের জন্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (Council for the Indian School Certificate Examinations) ৪ সপ্তাহ সময় চেয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি খানওয়ালিকরের (AM Khanwilkar) নেতৃত্বাধীন ২ সদস্যের বেঞ্চ জানায়, ৪ সপ্তাহ অনেক বেশি সময়। এরফলে শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সুতরাং ২ সপ্তাহেই মূল্যায়ন পদ্ধতি জানাতে হবে।

আইনজীবী মমতা শর্মা (Mamta Sharma) সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পরীক্ষা বাতিলের জন্যে। মমতা শর্মার আবেদনের শুনানি ২ সপ্তাহ স্থগিত রেখে কেন্দ্রকে সময় দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারী আইনজীবী দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে অবজেকটিভ পদ্ধতিতে নেওয়ার কথা জানিয়েছিলেন। তার উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান,সেই পদ্ধতি স্থির করতে ২ সপ্তাহ সময় লাগবে। আগে সিবিএসসি (CBSE) বোর্ড জানিয়েছিল, পরীক্ষা হবে শুধুমাত্র মূল বিষয়গুলোর উপরে। সেখান থেকে অন্যান্য বিষয়গুলির নম্বর বিন্যাস হবে।

উল্লেখ, কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পদ্ধতিতে হেঁটে পরীক্ষা বাতিল করেছে একাধিক রাজ্য সরকারও। পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি বলেছেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। অবশেষে স্বস্তি পাওয়া গেল।’

The post কেমন হবে CBSE দ্বাদশ শ্রেণির মূল্যায়ন পদ্ধতি, ২ সপ্তাহের মধ্যে ঠিক করার সুপ্রিম নির্দেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fNVlQ2

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages