
তাজপুর: ঘূর্ণিঝড় (Cyclone) ইয়াস (Yaas) বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের তাজপুরে (Tajpur) গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে কড়া ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের৷ ‘নদীবাঁধ তৈরিতে দুর্নীতি হয়েছে৷ দুর্নীতি করে অন্য় দলে গিয়ে আশ্রয় নিয়েছে৷ মুখ্য়মন্ত্রীকে বলব ব্য়বস্থা নিতে৷’ এদিন তাজপুরে ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এভাবেই অধিকারী পরিবারকে নিশানা করেছেন অভিষেক।
এদিন মৎস্যমন্ত্রী অখিল গিরি ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বেশ কয়েকজন কর্মাধক্ষ্যকে সঙ্গে নিয়ে তাজপুরে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) । ইয়াসের জেরে ভেঙে পড়া নদীবাঁধের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।
‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি শুরু হয়েছে আজ থেকেই৷ সেই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদেরও অংশ নিতে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড়ের জেরে যাঁদের ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে বলে এদিন আশ্বাস দিয়েছেন অভিষেক।
করোনকালে (Corona) থাবা বসিয়েছিল ইসায়। প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড় পূর্ব মেদিনীপুর লাগোয়া পড়শি রাজ্য ওডিশা (Odisha) উপকূলে আছড়ে পড়েছে। তবে ওডিশায় আছড়ে পড়লেও ঝড়ের মারাত্মক প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। দিঘা (Digha), মন্দারমণি (Mandarmoni), তাজপুর, কাঁথি-সহ জেলার বিভিন্ন প্রান্তে ঝড়ের দাপট ছিল। ঝড়ের দাপটে সমুদ্রের বাঁধ ভেঙে একের পর এলাকা প্লাবিত হয়েছে।
জলের তোড়ে ভেঙে গিয়েছে বাড়ি-ঘর। এই জেলার একটি বড় অংশই মৎস্যজীবী। প্রবল ঝড়ে কারও মাছ ধরার নৌকা ভেঙেছে। কারও বা নোঙর করা জলের তোড়ে ভেসে গিয়েছে। সব মিলিয়ে ইয়াসে এই জেলায় ক্ষয়ক্ষতি প্রচুর।
বৃহস্পতিবার ইয়াস বিধ্বস্ত তাজপুরে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি-সহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ। এদিন তাজপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন অভিষেক। তাঁকে সামনে পেয়ে ত্রাণ-সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ খোলেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যেকের কথা এদিন মনোযোগ সহকারে শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
এদিন তাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ থেকে দুয়ারে ত্রাণ শুরু হয়েছে৷ ১৮ মে পর্যন্ত ক্যাম্প চলবে। যার যা ক্ষতি হয়েছে লিখিতভাবে ক্যাম্পে জানান। ৩০ মে পর্যন্ত সব আবেদন খতিয়ে দেখা হবে। ৯ তারিখের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে।’’
এদিন এলাকার বাসিন্দাদের ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন কিনা তা জিজ্ঞাসা করেন অভিষেক৷ ত্রাম শিবিরগুলিতে পর্যাপ্ত পরিমাণে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখতে অনুরোধ করেন তিনি৷ ত্রাণ বণ্টন যাতে মসৃণ গতিতে চলে সেব্যাপারে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের দেখভাল করতেও আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
The post ‘বাঁধ তৈরিতে দুর্নীতি হয়েছে’, তাজপুরে অভিষেকের নিশানায় শুভেন্দু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uSzMlG
No comments:
Post a Comment