ওজন কমাতে চান? এই পাঁচটি পানীয় রাখুন ডায়েটে - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 4, 2021

ওজন কমাতে চান? এই পাঁচটি পানীয় রাখুন ডায়েটে

ওজন বৃদ্ধি (Weight gain) বর্তমান সময়ে অনেকের কাছেই মাথা ব্যথার কারণ। অনিয়ন্ত্রিত জীবন যাত্রা, জাঙ্ক ফুড (Junk food) খাওয়ার অভ্যেস, নিয়মিত শরীর চর্চার (physical exercise) অভাব বা বর্তমান সময়ে করোনা (corona) কালে বাড়িতে বসে কাজ করার সুযোগ ক্রমশ প্রসারিত উদর রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওজন বৃদ্ধি ডেকে আনে নানা সমস্যা। ওজন বৃদ্ধির ফলে চলাফেরার সমস্যা ও দেখতে খারাপ লাগার পাশাপাশি ডায়াবেটিস (Diabetes) , উচ্চ রক্ত চাপ (Hypertension) ও অন্যান্য শারীরিক সমস্যার জন্ম হয়। বর্তমানে এই করোনা সংক্রমনের সময় অনেক চিকিৎসকের মতে বাড়তি ওজনের ফলে করোনা সংক্রমণের সম্ভাবনাও অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ওজনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ওজন দ্রুত কমানোর জন্য শরীর চর্চার পাশাপাশি আমরা অনেকেই খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ করে থাকি।

ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর ও ব্যালেন্স ডায়েট প্রয়োজন। আর যখন আপনি ওজন কমানোর চেষ্টা করছেন তখন মনে রাখবেন যে এই সময় অ্যালকোহল (Alcohol) জাতীয় পানীয় যেমন বিয়ার (Beer) খাওয়া থেকে বিরত থাকতে হবে। আজ আপনাদের জন্য এমন কয়েকটি পানীয়ের খোঁজ যা ওজন কমাতে সাহায্য করবে। আসুন দেখে নেওয়া যাক

১. প্রোটিন ড্রিঙ্ক (Protein drink): প্রোটিন জাতীয় পানীয় খেলে ক্যালরি (calorie) জাতীয় খাবার খাওয়ার প্রবনতা কমে। ক্যালরি কম খেলে স্বাভাবিক ভাবেই সেটা আপনার ওজন কমাতে সাহায্য করবে। আপনি প্রোটিন সাপ্লিমেন্ট (Protein supplement) খেতে পারেন অথবা কলা, পিনাট বাটার দিয়ে নিজেই বানিয়ে নিন প্রোটিন শেক।

২. গ্রীন টি (Green Tea): গ্রীন টি প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সম্বৃদ্ধ যা ওজন কমাতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে গ্রীন টি ওজন কমায়।

কালো চা: এই চাকে আমার চলতি ভাষায় লিকার চা বলে থাকি। দুধ ও চিনি ছাড়া লিকার চা আপনাকে ওজন কমানোর জন্য সাহায্য করবে। কারণ লিকার চায়ে থাকে পলিফেনল (Polyphenol)। তাই ওজন কমানোর ডায়েটে রাখতে পারেন লিকার চা।

৪. অ্যাপেল সাইডার ভিনেগার : অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে বানানো পানীয় ওজন কম করতে সাহায্য করে। কারণ এটি মেটাবোলিজম (metabolism) বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু অ্যাপেল সাইডার ভিনেগার বেশি খেলে দাঁত ক্ষয় হতে যেতে পারে। লেবু, মধু আর অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে পানীয় প্রস্তুত করে খাওয়া যেতে পারে।

The post ওজন কমাতে চান? এই পাঁচটি পানীয় রাখুন ডায়েটে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pkTqVZ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages