করোনাকালে কলেজ ফি মকুবের দাবিতে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 2, 2021

করোনাকালে কলেজ ফি মকুবের দাবিতে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন

কলকাতা : রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করছে আইসা। কোভিড পরিস্থিতিতে কলেজে ফিজ না নেওয়ার আর্জি জানাচ্ছে তারা। এই ছাত্র সংগঠনকে (student union) বিভিন্ন সময়ে এই কঠিন পরিস্থিতে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। খাবার, চিকিৎসা, ভ্যাকসিন নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এবার শিক্ষা নিয়ে প্রতিবাদ করছে।

আইসা জানিয়েছে দুটি দাবীতে আমরা প্রতিবাদ করছি। কী তাদের দাবী? আইসা (AISA) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, জানিয়েছে, ‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সিসিএই (CCAE) বিভাগ সহ সমস্ত ছাত্রছাত্রীর বর্তমান সেমেস্টার ফি মকুব করতে হবে । বর্তমান মহামারীর (pandemic) পরিস্থিতে রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার ফি সহ কোনও প্রকার ফি নেওয়া চলবে না।

সম্প্রতি ভ্যাকসিন নিয়েও প্রতিবাদ করেছে তারা। তারা জানিয়েছিল, ক্রমবর্ধমান কোভিড সংক্রমণে মৃত্যু অব্যাহত। প্রশ্ন ছিল , ভ্যাক্সিনের ঘাটতি কেন ? দাবী ছিল, দেশের সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন চাই। সকল নাগরিককে দ্রুত দুটি ডোজের টিকাকরণের আওতায় আনতে হবে। পর্যাপ্ত টিকার যোগান বহাল রাখতে হবে।

এর আগে যারা কোভিড আক্রান্তদের বাড়ি গিয়ে সাহায্য করছে তাদের কোভিড কিট প্রয়োজন। সম্প্রতি সেটাও করেছে তারা। আইসা রাজ্য কমিটির পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলী জেলার কোভিড ভলেন্টিয়ারদের হাতে সেফটি কিট তুলে দেওয়া হয়। কিট তুলে দেওয়া হয় রাজারহাট, দক্ষিণ দমদম, নিউ ব্যারাকপুর – মধ্যমগ্রাম, বারাসাত, বনগাঁ, গোবরডাঙ্গা, ব্যারাকপুর-কাঁচরাপাড়া, বেলঘরিয়া, বালি ও উত্তরপাড়া এলাকার কোভিড ভলেন্টিয়ারদের হাতে। পাশাপাশি সেফটি কিট তুলে দেওয়া হলো ‘অশোকনগর সুচেতনা’ সংস্থার হাতেও।

এদিকে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে রেড ভলান্টিয়ার্স। পরিস্থিতি এমন যে খোদ শাসকদলের নেতারা ফোন করে সাহায্য চাইছেন। কাউকেই ফেরানো হচ্ছে না। করোনা রোগীদের অক্সিজেন দিয়ে সাহায্য করছে তারা। বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে পরিষেবা। সাহায্য করতে গিয়ে আক্রান্ত হচ্ছে তারাও। কিন্তু তাতে পিছিয়ে আসেনি কেউ। রেড ভলান্টিয়ার্সদের কাজকর্ম পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে কর্ণাটকেও।

The post করোনাকালে কলেজ ফি মকুবের দাবিতে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34GDMuB

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages