হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরছেন না বুদ্ধদেব ভট্টাচার্য - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 2, 2021

হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরছেন না বুদ্ধদেব ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার, কলকাতা: আজ, বুধবার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacahrya)। তবে আপাতত পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরছেন না তিনি। তাঁকে রাখার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনাও করোনায় আক্রান্ত হয়েছিলেন তাই তাঁদের অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে৷ সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন সিআইটি রোডে পরিচিত এক চিকিত্‍সকের নার্সিংহোমে থাকবেন। সেখানে থাকবেন তাঁর স্ত্রী ও মেয়েও।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে ৬০০ শিক্ষাবিদ

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবু এখন সুস্থ। রক্তচাপ ও হার্টরেটও স্বাভাবিক। গত ১৮ তারিখ বুদ্ধদেব ভট্টাচার্য কোভিড পজিটিভ হন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু, ২৪ তারিখ আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে  উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। উডল্যান্ড হাসাপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য তৈরি হয় মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডের চিকিৎসকরাই তাঁর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির (Remdesivir) দেওয়া শুরু হয়। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শরীরে অক্সিজেনের লেভেল বাড়তে থাকে। দু-দিন আগেই মেডিক্যাল বুলেটিনে জানানো হয়ে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Cm) শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদের রক্তে গ্লুকোজের পরিমাণও স্বাভাবিক রয়েছে। স্বাভাবিকভাবেই চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলছেন ও খাবার খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।  খোঁজ নিচ্ছেন পারিপার্শ্বিক ঘটনাক্রম সম্পর্কে।

আরও পড়ুন: ‘কলকাতায় সেফ হাউস’ টিকটক বাবুর, ৫ শতাধিক বাংলাদেশি নারী পাচার

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি মাঝে-মধ্যেই ওঠানামা করে। শ্বাসকষ্টজনিত সমস্যা বরাবরই রয়েছে তাঁর। নিয়মিত বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা চলে। এবছর শরীরের অবস্থা ভালো না থাকায় নিজে আর ভোট দিতে যেতে পারেননি। ইচ্ছা থাকলেও বুথে গিয়ে ভোট দেওয়া হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের।

এদিকে, ২৪ তারিখ বাড়ি ফেরার খানিকক্ষণের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন মীরা ভট্টাচার্যও। তাঁকে ফের উডল্যান্ডস-এই ভর্তি করা হয়। মীরাদেবীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে৷

The post হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরছেন না বুদ্ধদেব ভট্টাচার্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uN7SHn

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages