করোনায় উপার্জনকারীকে হারানো তফসিলি পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের পরিকল্পনা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 3, 2021

করোনায় উপার্জনকারীকে হারানো তফসিলি পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের পরিকল্পনা

নয়াদিল্লি: করোনার (COVID-19) কারণে যে সব তফসিলি জাতি বা অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির (Scheduled Castes/Other Backward Classes ) অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার তাদের প্রধান উপর্জনকারীদের হারিয়েছে তাদে পাশে দাড়াচ্ছে মোদী সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রক (Union Social Justice Ministry) এই পরিবারগুলির জন্য ঋণ যুক্ত মূলধন ভর্তুকি প্রকল্পে কাজ শুরু করছে। সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

এও জানা গিয়েছে যে, এই স্কিমটি সেই সব পিছিয়ে পড়া পরিবারের জন্য একটি উপযোগী যারা করোনায় তাদের প্রধান উপার্জনকারীকে হারিয়েছে। এর ফলে তারা আয়ের দিশা দেখবে। পরিবারগুলিকে ঘুরে দাঁড়ানোর জন্য ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এর মাধ্যমে তারা নতুন করে জীবিকার কথা ভাবতে পারবে। এক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত মূলধন ভর্তুকি বা প্রকল্প ব্যয়ের ২০ শতাংশ অন্তর্ভুক্ত থাকবে। যাদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকারও কম, তারা এই প্রকল্পের সুবিধা পাবে। এছাড়া এই স্কিমটি কেবল তাদের জন্যই প্রযোজ্য যারা করোনার ফলে তাদের পরিবারের প্রধান উপার্জনকারীদের হারিয়েছে। এই উপার্জনশীল ব্যক্তিদের বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্য়ে।

এই স্কিম বর্ণনা করতে গিয়ে এক উচ্চ পদস্থ কর্তা বলেছেন, ২০২০ সালের মার্চ মাস থেকে ভারত কোভিড -১৯ মহামারীর শিকার। সম্প্রতি, দেশে মহামারীর দ্বিতীয় তরঙ্গ দেখা দিয়েছে। এর ফলে শহর ও গ্রাম, দুই জায়গাতেই ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক পরিবার। অনেকেরই দুর্দশা ও দুর্ভোগের অন্ত নেই। ক্রমশই সেই বিষয়গুলি সামনে আসছে। মানুষের জীবন ও জীবিকার অবস্থা খুব খারাপ। সরকারি পরিসংখ্যান অনুসারে, করোনার কারণে ভারতজুড়ে প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। বিশেষত এর কারণে অনেক পরিবার তাদের প্রধান উপার্জনকারী ব্যক্তিদের হারিয়েছে। তারা প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ধরনের পরিবারগুলিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রয়োজন কর্মসংস্থান। তাই ছাড়যুক্ত সুদের হারের ভিত্তিতে মূলধন ভর্তুকি এবং ঋণ দেওয়া হচ্ছে।
অনুমোদনের পরে এই প্রকল্পটি প্রয়োগ করবে জাতীয় তফসিলি জাতি অর্থ ও উন্নয়ন কর্পোরেশন (NSCFDC) এবং জাতীয় পশ্চাদপদ শ্রেণীর অর্থ ও উন্নয়ন কর্পোরেশন (NBCFDC) এর রাষ্ট্রীয় চ্যানেলাইজিং এজেন্সি। তবে এই প্রকল্পের সূক্ষ্ম পদ্ধতিগুলি এখনও কার্যকর হওয়া বাকি। প্রসঙ্গত ইতিমধ্যেই প্রশাসনের তরফে করোনায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য নির্ভরশীলদের পেনশন সহ বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা করা হয়েছে।

The post করোনায় উপার্জনকারীকে হারানো তফসিলি পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের পরিকল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cbmt9q

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages