
কলকাতা২৪x৭: বৃহস্পতিবার ৫৫ পূর্ণ করে ৫৬-তে পা দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম(Wasim Akram)। ১৯৮৪ সালে পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আক্রম বিশ্বের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন। প্রায় দু’দশকের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তাঁর বিধ্বংসী বোলিং বারংবার সমস্যায় ফেলেছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের। দু’দিকেই বল সুইং করানোর এক বিশেষ জাদু ছিল আক্রমের হাতে। আর সেই কারণেই ক্রিকেট মহলে তিনি ‘সুলতান অফ সুইং’(Sultan of Swing) নামে জনপ্রিয়।
বিশ্বের বহু ফাস্ট বোলারের অনুপ্রেরণা আক্রম(Wasim Akram)। দেশের জার্সি গায়ে অভিষেকের আগে কোনও ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেননি লাহোরের এই জোরে বোলার। তদাপি আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে তাঁকে কোনওদিন সমস্যায় পড়তে হয়নি। দেশের হয়ে ৯০০-রও বেশি উইকেট নেওয়া আক্রমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৮৪ সালে, ফয়সালাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে। এর দু’মাস পরে একই প্রতিপক্ষের বিরুদ্ধে অকল্যান্ডে তাঁর টেস্ট অভিষেক হয়। দেশের জার্সি গায়ে আক্রমের এই স্বপ্নের পথচলা দীর্ঘায়িত হয়েছিল প্রায় দু’দশক।
১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আক্রম। ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি পাকিস্তান দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। আক্রমের অধিনায়কত্বে পাকিস্তান ২৫টি টেস্ট এবং ১০৯টি একদিনের ম্যাচ খেলেছিল। যার মধ্যে ১২টি টেস্ট এবং ৬০টি একদিনের ম্যাচে জয়লাভ করেছিল তাঁর দল। আজ ‘সুইং অফ সুলতান’-এর জন্মদিন উপলক্ষ্যে তাঁর বিশেষ কয়েকটি রেকর্ড একটু দেখে নেওয়া যাক।
পাকিস্তানের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক
‘সুলতান অফ সুইং’(Sultan of Swing) এখনও পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ক্রিকেটকে বিদায় জানানোর ১৭ বছর পরেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে তাঁর চেয়ে বেশি উইকেট কেউ নিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেটের মালিক আক্রম টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৪১৪টি এবং একদিনের ক্রিকেটে নিয়েছেন ৫০২টি উইকেট।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট শিকারি
আক্রম বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ৫০০ উইকেট সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে এই নজির স্পর্শ করেন মুথাইয়া মুরলীথরন(Muttiah Muralitharan)। মুরলীথরনই একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আক্রমের নাম তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
চারটি আন্তর্জাতিক হ্যাটট্রিক করা প্রথম বোলার
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম আক্রমই চারটি হ্যাটট্রিক করেছিলেন। দুটি টেস্ট ম্যাচে এবং দুটি একদিনের ম্যাচে। পরে লাসিথ মালিঙ্গা(Lasith Malinga) তাঁর এই নজির স্পর্শ করেন। মালিঙ্গাও নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে চারবার হ্যাটট্রিক করেছেন।
টেস্ট ক্রিকেটে ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ স্কোর
শুধুমাত্র বল হাতেই নন, আক্রম কিন্তু ব্যাট হাতেও অনেকবার জাদু দেখিয়েছেন। ৪৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আক্রম ব্যাট হাতে করেছেন ৬,৬১৫ রান। যার মধ্যে ১টি ডাবল সেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরি রয়েছে তাঁর। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ২৫৭ রান এখনও টেস্ট ক্রিকেটে একজন ৮ নম্বর ব্যাটসম্যানের খেলা সর্বোচ্চ রানের ইনিংস।
একটি টেস্ট ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ড
‘সুলতান অফ সুইং’য়ের(Sultan of Swing) নামে একটি টেস্ট ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডটিও রয়েছে। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের তাঁর ২৫৭ রানের ইনিংসে তিনি ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই রেকর্ড এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যান ভাঙতে পারেননি।
The post ওয়াসিম আক্রমের জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর উল্লেখযোগ্য কয়েকটি নজির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Rk6BtW
No comments:
Post a Comment