
মুম্বইঃ মুম্বইয়ের করোনা বিধি নিষেধ উলঙ্ঘন করার দায়ে, অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটনির (Disha Patani) নামে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। বুধবার এই জুটির গাড়ি আটক করেছিল মুম্বই পুলিশ। তাদের থেকে আধার কার্ড দেখতে চেয়েছিল। তারপরে তাদের ছেড়ে দিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই বান্দ্রা থানায় এই জুটির নামে এফআইআর দায়ের করে বান্দ্রা পুলিশ।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্যে বাকি সমস্ত রাজ্যের মত মহারাষ্ট্রেও চলছে কড়া বিধি নিষেধ। সকাল ১০টা থেকে দুপুর ২টো অবধি দোকানপাট খোলা। কিন্তু দুপুর ২টোর পর ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি নিয়ে ঘুরছিলেন টাইগার এবং দিশা। এই তারকা জুটির বিরুদ্ধে মুম্বই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নং এবং ৩৪ নং ধারায় মামলা দায়ের করেছে। যদিও এই মামলা জামিন যোগ্য তাই তাঁদের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।
তবে মুম্বই পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সকল মুম্বইবাসীকে অনুরোধ করা হয়েছে, অকারণে কেউ ‘হিরোপান্তি’ (Heropanti) দেখিয়ে মুম্বইয়ের উলঙ্ঘন করবেন না। তারা লিখেছেন, “In the ongoing ‘War’ against the virus, going ‘Malang on the streets of Bandra cost dearly to two actors who have been booked under sections 188, 34 IPC by Bandra PStn. We request all Mumbaikars to avoid unnecessary ‘Heropanti’ which can compromise safety against #COVID19”।
টাইগার এবং দিশার গাড়ি বুধবার আটক করা হলে, জুটি জানিয়েছিল তাঁরা জিম থেকে ফিরছেন। তাঁদের সঙ্গে গাড়িতে ছিলেন গাড়ির চালক। চালকের পাশের সিটে ছিল দিশা। এবং পিছনের সিটে ছিলেন টাইগার। জিম থেকে ফেরার পথেই ব্যান্ডস্ট্যান্ড রোডে ড্রাইভিংয়ের মজা নিচ্ছিলেন তারা। তারপরেই ঘটে বিপত্তি।
কিছুদিন আগেই করোনার মধ্যে ভ্রমণের ছবি পোস্ট করে ট্রোলড হয়েছিলেন বলিউড সেলেবরা। তাঁদের মধ্যে ছিলেন টাইগার শ্রফ এবং দিশা পাটানিও। বলিউডেরই কেউ কেউ করোনা পরিস্থিতিতে এমন বিলাসিতার ছবি পোস্ট করার বিপক্ষে কথা বলেছিলেন।
The post লং ড্রাইভে গিয়ে বিপত্তি, টাইগার এবং দিশার নামে FIR দায়ের মুম্বই পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ieMlEU
No comments:
Post a Comment