
শ্রীনগর: উপত্যকায় ফের খুন বিজেপি (Bjp)নেতা । দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিতিয়া (Rakesh Panditia) । গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রাল এলাকার বাসিন্দা ছিলেন এই বিজেপি কাউন্সিলর।
আবারও রক্তাক্ত ভূস্বর্গ। ফের জঙ্গি নিশানায় বিজেপি নেতা। এবার জঙ্গিদের (Millitants) গুলিতে মৃত্যু হল পুলওয়ামার বিজেপি নেতা রাকেশ পণ্ডিতিয়ার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধেয় ত্রালের পাইন এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন রাকেশ। বন্ধুর মেয়েকে সঙ্গে নিয়ে এলাকার একটি বাজারে গিয়েছিলেন ওই বিজেপি নেতা। রাকেশ পণ্ডিতিয়ার গতিবিধির উপর আগে থেকেই নজর রেখেছিল জঙ্গিরা।
বাজারে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে কাছ থেকে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে জঙ্গিরা। গুলি ছিটকে লাগে তাঁর বন্ধুর মেয়ের পায়েও। দু’জনেই মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর জখম (Injured) অবস্থায় বিজেপি নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুলিবিদ্ধ ওই তরুণীকে পরে পুলওয়ামা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেই হাসপাতালেই ভর্তি রয়েছেন ওই তরুণী।
এদিকে, এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী (Army) ও পুলিশ (Police) । এলাকাজুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় যুক্ত কোনও জঙ্গিকেই ধরতে পারেনি সেনা-পুলিশ। এখনও পর্যন্ত এই গুলিকান্ডের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এদিকে, উপত্যকায় ফের একবার জঙ্গি নাশকতার কড়া নিন্দা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। দলমত নির্বিশেষে মেহবুবা মুফতি (Mehbooba Mufti) থেকে শুরু করে সাজাদ লোন-সহ সব দলের নেতা-নেত্রীরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা করেছেন।
অন্যদিকে, জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিজেপি নেতা পুলিশি নিরাপত্তা পেতেন। সব সময় দুই নিরাপত্তারক্ষী থাকতেন তাঁর সঙ্গে। শ্রীনগরেও (Srinagar) তাঁর থাকার জন্য নিরাপদ একটি জায়গার ব্যবস্থাও করা হয়েছিল। তবে বুধবার সন্ধেয় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়াই বেরিয়ে পড়েছিলেন ওই বিজেপি নেতা। তাঁর গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি।
The post পুলওয়ামায় জঙ্গি হানা, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uV90Jr
No comments:
Post a Comment