১ কোটি টাকা আয় করতে চান ? এই Bank দিচ্ছে বিশেষ Offer - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 4, 2021

১ কোটি টাকা আয় করতে চান ? এই Bank দিচ্ছে বিশেষ Offer

নয়া দিল্লিঃ আপনি যদি কোটিপতি হওয়ার স্বপ্নও দেখেন, তবে আইডিবিআই ব্যাংক (IDBI BAnk) আপনার এই স্বপ্নটি পূরণ করতে পারে। আসলে আইডিবিআই ব্যাংক চুক্তির ভিত্তিতে তথ্য প্রযুক্তি (IT) প্রধান পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Job) । এই পোস্টের প্রাথমিক মেয়াদ তিন বছর হলেও এটি পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। এই পোস্টটি সম্পর্কে সর্বাধিক গুরুত্বপূর্ণ জিনিসটি হল বেতন। এই পোস্টের জন্য ব্যাংক বার্ষিক বেতন দিচ্ছে এক কোটি টাকা অর্থাৎ ১০০ লক্ষ টাকা। আসুন জেনে নেওয়া যাক এর সম্পর্কে সমস্ত কিছু …

শেষ তারিখ-

আবেদন গ্রহনের শেষ তারিখ ১৬ জুন। আগ্রহী প্রার্থীরা ১৬ জুন বা তার আগে নিয়োগের আবেদন recruitment@idbi.co.in এ পাঠাতে পারবেন।

কাজের অভিজ্ঞতা –

এই পদটির জন্য প্রার্থীর তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ১০ বছর সিনিয়র স্তরে থাকতে হবে। যে কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আইটি ইউনিটকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারীর ইঞ্জিনিয়ারিং বিভাগে পূর্ণকালীন স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে, যেমন ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ / কম্পিউটার বিজ্ঞান / ইলেকট্রনিক্স / বৈদ্যুতিক / তথ্য প্রযুক্তি / ইলেকট্রনিক্স এবং যোগাযোগ বা ভারত সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন।

বয়স-

পদের জন্য আবেদনের নূন্যতম বয়স ৪৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৫৫ বছর।

বার্ষিক বেতন-

আনুমানিক বার্ষিক (Salary) বেতন হবে ৮০ লাখ থেকে এক কোটি টাকা (১০০ লক্ষ টাকা)। প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীরা ২০ জুন ২০২১ এর আগে আবেদন ( recruitment@idbi.co.in) পাঠাতে পারবেন।

পোস্টিং-

প্রার্থী মুম্বাইয়ে (Mumbai) পোস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংকের প্রয়োজনীয়তা অনুযায়ী পোস্টিং এর জায়গা ব্যাংক ঠিক করতে পারে।

এখানে বিজ্ঞপ্তি বিশদে জানতে পারবেন —
>> দেখুন – https://ift.tt/2XfTCeH

>> হোম পেজে ‘ক্যারিয়ার’ ট্যাবে ক্লিক করুন

>> তারপরে কারেন্ট ওপেনিং-এ ক্লিক করুন

>> ‘বিস্তারিত বিজ্ঞাপনে’ ক্লিক করুন

The post ১ কোটি টাকা আয় করতে চান ? এই Bank দিচ্ছে বিশেষ Offer appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3piDILh

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages