ছোট্ট ছোট্ট প্রেমের মুহূর্তই বিবাহিত দম্পতিদের সুখের চাবিকাঠি - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 4, 2021

ছোট্ট ছোট্ট প্রেমের মুহূর্তই বিবাহিত দম্পতিদের সুখের চাবিকাঠি

জীবনে কখন কোন পরিস্থিতি আসে তা আমরা আগে থেকে বলতে পারিনা। সম্পর্কেও কখন কোন ধাপটা আসে তা দুই ব্যক্তি কাছাকাছি থাকলেও বোঝা মুশকিল।

তবে বিয়ে একটা সম্পর্ককে যে শুধু পরিণত করে তা নয়, নতুন করে দুই ব্যক্তিকে বাঁচতেও শেখায় (marriage)। পাঁচ বছর প্রেম করার পর অবশেষে রিয়া ও সৌম্য বিয়ের বন্ধনে বাঁধা পড়েছিল।

এখন তাদের বিবাহিত সংসারের দুই বছর অতিক্রান্ত হয়ে গেছে। তবে এখনও তারা একই ভাবে ভালবাসায় জড়িয়ে রয়েছে একে অপরের সাথে (happy marriage)।

কী সিক্রেট এর পেছনে?

১. বলা হয় মাঝে মাঝে সঙ্গীকে জড়িয়ে ধরা উচিত তার অজান্তে। এতে যে হ্যাপি হরমোন (happy hormone) ক্ষরিত হয় তা আমাদের শরীর মন দুটোই ভালো রাখে।

এছাড়াও এতে সঙ্গীর অপর সঙ্গীর প্রতি বিশ্বাস দৃঢ় হয়।

২. সঙ্গীর সঙ্গে ঝগড়া হতেই পারে। তবে তার মানে এই নয় যে দুজনেই মুখ ভার করে বসে থাকবেন।

কাউকে একজনকে এগোতেই হবে। এক্ষেত্রে সঙ্গীকে মানানোর সব থেকে ভালো উপায় হল ঘরের আনাচে-কানাচে দেওয়ালে স্টিকি নোটস লাগিয়ে রাখুন।

সেখানে সরি বা একটু ভালোবাসার কথা লিখে রাখলেই মন গলে যাবে সঙ্গীর।

৩. সারাদিন কর্মব্যস্ততার ফাঁকে আপনারা দুজনেই দুজনকে ভালোমতো হয়তো সময় দিতে পারেন না।

তাই দিনের শুরুটা একসঙ্গে করার চেষ্টা করুন।

একসঙ্গে বসে চা পান করা অথবা সঙ্গীকে হাতে হাতে বাড়ির কাজে একটু সাহায্য করা এগুলোই সম্পর্ককে মজবুত করবে।

৪. রান্না করলেও মন ভালো থাকে তাই সঙ্গীর জন্য নিজে রান্না করুন অথবা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য।

সেক্ষেত্রে সঙ্গীর পছন্দের খাবার অবশ্যই রাখবেন নিজের তালিকায়।

৫. উইকেন্ড (weekend) অবশ্যই কাটান সঙ্গীর সঙ্গে। লং ড্রাইভ বা বাড়িতেই প্ল্যান করুন একা একা সময় কাটানোর।

পছন্দের মিউজিক চালিয়ে একটু সময় কাটান বা মুভি ডেট (movie date) বা পছন্দের সিরিজ দেখার প্ল্যান করলে বেশ ভালোই কাটবে দুজনের সময়।

The post ছোট্ট ছোট্ট প্রেমের মুহূর্তই বিবাহিত দম্পতিদের সুখের চাবিকাঠি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ihXg0A

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages