YAAS LIVE Update: ওডিশায় শুরু প্রবল বর্ষণ, পশ্চিমবঙ্গ উপকূলে জলচ্ছ্বাস - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 26, 2021

YAAS LIVE Update: ওডিশায় শুরু প্রবল বর্ষণ, পশ্চিমবঙ্গ উপকূলে জলচ্ছ্বাস

ভূবনেশ্বর ও কলকাতা: প্রবল শক্তি নিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ইয়াস। আর কিছুক্ষণের মধ্য়েই স্থলভাগে আছড়ে পড়বে। ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে জারি হয়েছে সতর্কতা, মোতায়েন উপকূল রক্ষী বাহিনী ও NDRF।

সকাল ৭.৪০: ১৫ হাজার ওয়ার্কফোর্স তৈরি রেখেছে টাটা পওয়ার। দুর্যোগের পর যাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায় তাই এই বন্দোবস্ত।

সকাল ৭.৩০: দিঘায় প্রবল জলচ্ছ্বাস। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে।

সকাল ৭.২০: ওডিশার ধামড়া ও ভদ্রকে শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া।

সকাল ৭.১৫: ধমড়া থেকে ৪০ কিলোমিটার পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ধর্মার উত্তর ও বালেশ্বরের দক্ষিণ দিয়ে আজ দুপুরেই স্থলভাগে ঢুকবে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার।

The post YAAS LIVE Update: ওডিশায় শুরু প্রবল বর্ষণ, পশ্চিমবঙ্গ উপকূলে জলচ্ছ্বাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2REeJ8U

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages