
ভূবনেশ্বর ও কলকাতা: শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস (Yaas)। আর কিছুক্ষণের মধ্যেই তা আঘাত হানবে ওডিশা (Odisha) উপকূলে। সোমবার থেকেই পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওডিশা উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছিল। মঙ্গলবার কাজ চলে দ্বিগুণ গতিতে। দুই রাজ্যের উপকূল থেকে প্রায় ২০ লক্ষ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সাইক্লোন (Cyclone) ইয়াস এখনও রয়েছে সমুদ্রের মাঝেই। ধর্মা থেকে পূর্বে রয়েছে এর অবস্থান। তারই প্রভাবে ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে বুধবার ভোর রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। বেলা যত বাড়ছে তত বাড়ছে বৃষ্টিপাতের (Rain) পরিমাণ সঙ্গে বাড়ছে ঝোড়ো হাওয়া। দিঘায় শুরু হয়েছে প্রবল জলচ্ছ্বাস। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং করে সতর্ক করার কাজ। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে খবর। ইয়াস পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে উসকে দিয়েছে আমফানের আতঙ্ক। গত বছর মে মাসেই আমফানের প্রভাবে তছনছ হয়ে গিয়েছিল কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি। প্রভাব পড়েছিল অন্যান্য জেলাতেও। এ বছর ইয়াস যদিও পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে না কিন্তু তার ভয়াবহতা আমফানের চেয়েও বেশি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে ঢুকবে ইয়াস। ফলে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় এর প্রভাব পড়বে। এছাড়া বালেশ্বরের নিকটবর্তী হওয়ায় হাওড়া ও হুগলিতেও ঝোড়ো হাওয়া বইবে। ইয়াসের কারণে বুধবার সকাল থেকে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামার কাজ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার থেকে বন্ধ ভূবনেশ্বর বিমানবন্দরও। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ধামড়া ও ভদ্রকের দক্ষিণ অংশে প্রথম প্রভাব পড়বে ইয়াসের। সকাল সাড়ে ১১টা নাগাদ ধামড়া ও বালাসোরের মধ্যে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকায় ঝড়ের তীব্রতা থাকতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। ঝড় স্থলভাগে আছড়ে পড়ার আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলকে। ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সতর্ক রয়েছে NDRF। প্রয়োজনে উদ্ধারকাজে সেনার সাহায্য নেওয়া হবে বলেও দুই রাজ্যের তরফে খবর।
The post ইয়াস মোকাবিলায় তৈরি পশ্চিমবঙ্গ ও ওডিশা, উপকূল থেকে সরানো হল ২০ লক্ষ বাসিন্দাকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3yxlwl8
No comments:
Post a Comment