টেস্ট চ্যাম্পিয়নশিপকে বিশ্বকাপের সঙ্গে তুলনা, ট্রফি জিততে মরিয়া পূজারা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 26, 2021

টেস্ট চ্যাম্পিয়নশিপকে বিশ্বকাপের সঙ্গে তুলনা, ট্রফি জিততে মরিয়া পূজারা

মুম্বই: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ(WTC) প্রথম সংস্করণেই যেন সুপারহিট। কোভিড আবহে ফর্ম্যাটে রদবদল ঘটলেও আইসিসি(ICC)-র উদ্যোগ জৌলুষ হারায়নি এতটুকু। ১৮-২২ জুন সাউদাম্পটনে(Southampton) অনুষ্ঠিত হতে চলেছে প্রথম সংস্করণের ফাইনাল। স্বাভাবিকভাবেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এমন সময় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে ‘টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ’ আখ্যা দিয়ে উত্তেজনা আরও বাড়ালেন চেতেশ্বর পূজারা(Cheteshwar Pujara)।

সম্প্রতি cricket.com -কে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের স্তম্ভ বললেন, ‘আমাদের সকলের কাছে এটা একটা স্বপ্নের মতো কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আক্ষরিক অর্থেই টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ। সুতরাং আমরা সকলেই চাই ট্রফিটা হাতে তুলতে।’ সৌরাষ্ট্রের তারকা ব্যাটসম্যান ফাইনালের যোগ্যতা অর্জন প্রসঙ্গে জানিয়েছেন, ‘এটা আমাদের কাছে বিরাট একটা ম্যাচ কারণ এখানে পৌঁছতে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। প্রত্যেকটা টেস্ট সিরিজ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল যা আজ আমাদের এখানে নিয়ে এসেছে।’

অগস্ট ২০১৯ থেকে মার্চ ২০২১ সময়কালের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ১৭টি টেস্ট ম্যাচ খেলে তার মধ্যে ১২টি’তে জয় পেয়েছে টিম ইন্ডিয়া(Team India)। রয়েছে পাঁচ পাঁচটি সিরিজ জয়। যার মধ্যে অন্যতম চলতি বছরের শুরুতে অজিভূমে সিরিজ জিতে দেশে ফেরা। আর সেখানে গাব্বায়(Gabba) অনুষ্ঠিত অন্তিম টেস্টে পূজারার অর্ধশতরানের ইনিংস পরিস্থিতির নিরিখে বিদেশের মাঠে খেলা অন্যতম সেরা ইনিংস। ২১১ বলে পূজারার দাঁত চেপে ৫৬ রানের ইনিংসটাই পন্তকে(Rishabh Pant) রসদ জুগিয়েছিল ম্যাচ এবং সেইসঙ্গে সিরিজ জেতানোর। ৩২ বছর পর গাব্বায় দর্পচূর্ণ হয়েছিল অজিদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে আটশোরও বেশি রান করা ভারতের ধ্রুপদী ব্যাটসম্যান তাই বলছেন, ‘দল হিসেবে আমরা আমাদের উৎকর্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছি আর আশা করি ফাইনালেও আমরা ভালো ফল করব। দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটে আমরা ভালো ফলই করে আসছি।’ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইংল্যান্ড(England) উড়ে যাওয়ার আগে আপাতত মুম্বইয়ে কঠোর নিভৃতবাসে(Hard Quarantine) পূজারা এবং স্কোয়াডের বাকিরা। দেশে আটদিনের নিভৃতবাস কাটিয়ে ২ জুন ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল খেলার পাশাপাশি অগস্ট থেকে রুটদের(Joe Root) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোম্পানি।

The post টেস্ট চ্যাম্পিয়নশিপকে বিশ্বকাপের সঙ্গে তুলনা, ট্রফি জিততে মরিয়া পূজারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oQEOO2

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages