নয়া IT নিয়মে চড়ছে পারদ! এবার মুখ খুললেন সুন্দর পিচাই - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 28, 2021

নয়া IT নিয়মে চড়ছে পারদ! এবার মুখ খুললেন সুন্দর পিচাই

নয়া দিল্লিঃ চলতি বছরে কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জারি করা নয়া ডিজিটাল বিধি নিয়ে উত্তেজনা ক্রমে বাড়ছে। তারই মাঝে এবার ভারতে নয়া এই আইটি নিয়মের বিষয়ে মুখ খুললেন গুগল সিইও (Google CEO) সুন্দর পিচাই (Sundar Pichai)। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এদিন জানালেন, ‘আমারা যে দেশে পরিচালিত হয়, সেখানকার স্থানীয় আইন মানতে প্রতিশ্রুতিবন্ধ। ফলস্বরূপ ভারত যে, নয়া বিধি জারি করেছে, তা তাঁরা মেনে চলতে রাজি এবং সেই মর্মে কাজও শুরু হয়েছে বলে জনান গুগল সিইও। এমনকি পিচাই এও জানান, গুগল এই বিষয়ে স্বচ্ছ্বতা আনতে চায় এবং আমরা সরকারের অনুরোধগুলি মেনে চলি’।

অন্যদিকে, এই নয়া বিঁধি লাগু করার সময়সীমা পেরোতেই অতি সত্ত্বর নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিল কেন্দ্র। তবে নয়া এই আইটি নিয়মের বিরুদ্ধে হেঁটে হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টে মামলা করেছে। সেই মর্মে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের গোপনীয়তার অধিকারটি। তবে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, কেন্দ্রীয় সরকার দেশবাসীর গোপনীয়তার অধিকারকে যথার্থ সন্মান করে। তবে যে মেসেজ বা বার্তাটি অপরাধ জাগিয়ে তুলবে, তার উৎস সম্বন্ধে জানতেই এই নয়া আইন জারি করেছে কেন্দ্র। উল্লেখ্য, দিল্লির টুইটার অফিসে পুলিশি তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টুইটার।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমের অবাধ স্বাধীনতায় রাশ টানতে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি মাসে একটি নির্দেশিকা জারি করে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। তাতে ফেসবুক-টুইটার-ইনস্টার মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়। আর সেই নির্দেশকা লাগু করার জন্য ২৬ মে পর্যন্ত সময় দেওয়া হয়। তবে একমাত্র ভারতীয় কোম্পানি কু (Koo) ছাড়া কেউই কেন্দ্রের সেই নির্দেশিকার কোনও জবাব দেয়নি। Koo ইতিমধ্যেই নির্দেশকা মেনে কাজ করতে শুরু করেছে।

সামাজিক মাধ্যমের অপপ্রয়োগ রুখতে এই নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। সেটি না মানলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (ravi shankar prasad) । গত ২৫ ফেব্রুয়ারি জারি হওয়া এই গাইডলাইনে সামাজিক মাধ্যমের কন্টেন্টে রাশ টানতে বলা হয়েছিল OTT প্ল্যাটফর্ম গুলির জন্য ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। প্রতিটি প্ল্যাটফর্মেই অভিযোগ নিরসন প্রক্রিয়া থাকার নির্দেশ দিয়েছিল কেন্দ্র (IT Ministry)। যেখানে একজন ভারতীয় মুখ্য আধিকারিক নিয়োগ থাকবে। তারা কোনও অভিযোগ পেলেই সেটির নিষ্পত্তি করবেন।

এমনকি চ্যাট শো, ওয়েব সিরিজ এবং তথ্য চিত্রও এই নয়া নিয়মের গেরোয় আসবে বলেও জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। এই নতুন গাইডলাইন অনুসারে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৈরি করতে হবে একটি অভিযোগ জানানোর বিভাগ। সেখানে ওটিটি প্ল্যাটফর্মের জমা পড়া অভিযোগের নিষ্পত্তি ৭২ ঘন্টার এবং আপত্তিজনক কন্টেন্টে রিপোর্ট মিললে একদিনের মধ্যে করতে হবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে Fake News পরিবেশিত হলে, সেই ফেক নিউজের সূত্র, অর্থাৎ কে সেটি প্রথম পোস্ট করেছেন, তার পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

The post নয়া IT নিয়মে চড়ছে পারদ! এবার মুখ খুললেন সুন্দর পিচাই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oUcdra

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages