জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে স্পুটনিক ভি, জানাল অ্যাপোলো - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 28, 2021

জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে স্পুটনিক ভি, জানাল অ্যাপোলো

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বাজারে চলে আসছে রাশিয়ার (Russia) করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V)। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। অ্য়াপোলো হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন দেওয়া হবে। অ্যাপোলো (Apollo) গ্রুপের তরফে এই খবর জানানো হয়েছে।

একটি বিবৃতি জারি করে অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন শোভনা কামিনেনি (Shobana Kamineni) বলেছেন, অ্যাপোলো গ্রুপ ভারতে ৮০ টি স্থানে এক মিলিয়ন ভ্যাকসিন ডোজ প্রদান পাঠিয়েছে। ফ্রন্টলাইন ওয়ার্কার, উচ্চ ঝুঁকিপূর্ণ জনবসতি অঞ্চল এবং কর্পোরেট কর্মীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, “জুনে আমরা প্রতি সপ্তাহে এক মিলিয়ন ডোজ দেব। জুলাইয়ে সংখ্যাটি দ্বিগুণ হবে। এই বছরের সেপ্টেম্বরের মধ্যে ২০ মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।” বেসরকারি খাতের বৃহত্তম ভ্যাকসিনেটর এই সংস্থা জানিয়েছে যে তারা এই মহামারীর সঙ্গে যুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পাশে থাকবে। শোভনা কামিনেনি একথা জানিয়ে বলেছেন, “আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি কোভিশিল্ড এবং কোভাক্সিনের প্রস্তুতকারীদের সংস্থাগুলিকেও সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।” টিকা নেওয়ার আগে পর্যন্ত যে কেউ নিরাপদ নয়, সেকথাও উঠে এসেছে তাঁর বক্তব্য।

রাশিয়ার স্পুটনিক ভি-কে সাবজেক্ট বিশেষজ্ঞ কমিটির (SEC) ভারতে জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। এটি ভারতে ছাড়পত্র পাওয়া তৃতীয় করোনা ভ্যাকসিন। ভারত হল বিশ্বের ৬০তম দেশ যারা করোনার বিরুদ্ধে রাশিয়ান স্পুটনিক ভি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল। বিশ্বের মোট জনসংখ্যার৪০ শতাংশ রয়েছে এমন দেশগুলিতে বর্তমানে এই ভ্যাকসিন অনুমোদিত।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রোজকার ভ্যাকসিনেশন সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভারতে ১ মে থেকে ২৫ মে র মধ্যে প্রায় ৪.৫ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া সম্ভব হয়েছে। বুধবার সকাল ৭টা অবধি ভারতে সর্ব মোট ২০ কোটি ৬ লক্ষ ৬২ হাজার ৪৫৬ ভ্যাকসিন ডোজ দেওয়া সম্ভব হয়েছে। বিগত সপ্তাহে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রায় প্রত্যেক দিন ১৫ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। কিন্তু এপ্রিল মাসেই এই সংখ্যাটা ছিল সপ্তাহ প্রতিদিন ২৭ লক্ষ। এখন যদি রোজ ৩০ লক্ষ করেও ভ্যাকসিন ডোজ দেওয়া হয় তবে মে মাসের মোট ডোজের সংখ্যা এপ্রিল মাসের মোট ডোজের ৭০ শতাংশ হবে। ভ্যাকসিনের এই আকালের সময় স্পুটনিক ভি নতুন দিশা দেখাতে পারবে বলে মনে করা হচ্ছে।

The post জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে স্পুটনিক ভি, জানাল অ্যাপোলো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bZnv88

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages