ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ আসছেন প্রধানমন্ত্রী, মমতার সঙ্গে বৈঠক - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 28, 2021

ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ আসছেন প্রধানমন্ত্রী, মমতার সঙ্গে বৈঠক

কলকাতা ও ভূবনেশ্বর: ইয়াসের (Yaas) প্রভাবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওডিশার (Odisha) উপকূল অঞ্চল। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি আকাশপথে ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শনিবার রাজ্যের উপকূলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করবেন।

দুই রাজ্যেই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শুক্রবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি আকাশপথে ঘুরে দেখবেন। জানা গিয়েছে, আগামিকাল প্রথমে ওডিশায় যাবেন প্রধানমন্ত্রী। সেই রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবের। তারপর রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। ওডিশা থেকে পশ্চিমবঙ্গেও সফর করবেন মোদী। পূর্ব মেদিনীপুর জেলায় ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এরপর পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলাইকুণ্ডায় বৈঠক করবেন তিনি। বৈঠকে কেন্দ্র ও রাজ্যের তরফে উচ্চ পদস্থ কর্তারা উপস্থিত থাকবে বলেও খবর। সূত্রের খবর, বৈঠকের পাশাপাশি, মু্খ্যমন্ত্রীকে সঙ্গী করে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, এই বৈঠকের পর রাজ্যকে কত টাকা কেন্দ্র বরাদ্দ করবে তার একটি অনুমান পাওয়া যাবে। তবে ইতিমধ্যে ইয়াস ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

এদিকে, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইয়াসে রাজ্যের ক্ষতি হয়েছে ১৫ হাজার কোটি টাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি দিঘা সফরে যেতে পারেন। সেখানে উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। বৈঠকে এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। এরপর শনিবার তিনি বিধ্বস্ত এলাকাগুলি খতিয়ে দেখতে যাবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, ঘুর্ণিঝড় ইয়াসে ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে। ৩ লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত।

বৃহস্পতিবার ওডিশায় (Odisha) তাণ্ডব চালিয়ে ঝাড়খণ্ডে (Jharkhand) প্রবেশ করে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। কিন্তু ততক্ষণে তা শক্তি হারাতে শুরু করে। ক্রমে পরিণত হয় সাধারণ নিম্নচাপে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দাপট দেখিয়েছে সে। প্রবল বৃষ্টিতে ভাসিয়েছে ঝাড়খণ্ডের একাধিক এলাকা। বৃষ্টিতে ভেসেছে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলাও।

The post ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ আসছেন প্রধানমন্ত্রী, মমতার সঙ্গে বৈঠক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wyYt7C

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages