সাধ্যের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ, নজির গড়ল IIT হায়দরাবাদ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 30, 2021

সাধ্যের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ, নজির গড়ল IIT হায়দরাবাদ

নয়াদিল্লি: করোনার (Coronavirus) দোসর ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) ইতিমধ্যেই থাবা বসিয়েছে দেশজুড়ে। মৃত্যুও হয়েছে অনেকের। তবে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে এবার আশার আলো দেখালো হায়দরবাদ ইনস্টিটিউট অফ রিসার্চের গবেষকরা (IIT Hyderabad)। খুব দ্রুতই বাজারে আসতে চলেছে এর নতুন ওষুধ। যার দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেও।

সম্প্রতি হায়দরবাদ ইনস্টিটিউট অফ রিসার্চের  (IIT-Hyderabad) গবেষকরা একটি ট্যাবলেট তৈরি করেছেন। ৬০ মিলিগ্রামের এই ট্যাবলেটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। গবেষকরা জানাচ্ছেন, পকেট ফ্রেন্ডলি এই ওষুধের তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। একইসঙ্গে জানা গিয়েছে, এই ওষুধ রোগীর কিডনিতে কোনওরকম প্রতিক্রিয়া তৈরি করবে না।

দেশের কোনও ওষুধ সংস্থা গত দুই বছরে ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং ট্যাবলেট উৎপাদন করতে পারেনি। আর সেই ওষুধ তৈরী করে নজিরবিহীন দৃষ্টান্ত গড়ল হায়দরবাদ ইনস্টিটিউট অফ রিসার্চের (IIT-Hyderabad) গবেষকরা। বিশ্বজুড়ে হাজার হাজার রোগীর জীবন বাঁচাচ্ছে অ্যামফোটেরিকিন বি। ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগাচ্ছে এই ওষুধ। তবে অত্যাধিক চাহিদা বাড়ায় আকাল দেখা গিয়েছে এই ওষুধের। তাছাড়া এই ওষুধের দামও অনেকটা বেশি। প্রত্যেক ভয়ালের দাম ৪০০০ টাকা। একজন রোগীর লাগছে ৬০-১০০ ভয়াল। সেখানে ৬০ মিলিগ্রামের এই ট্যাবলেটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

IIT হায়দরাবাদের অধ্যাপক সপ্তর্ষি মজুমদার এবং ডা: চন্দ্র শেখর শর্মা জানিয়েছেন, এই ট্যাবলেট খুব সহজেই রোগীর মুখের মধ্যে ন্যানোফাইবার উৎপন্ন করবে যা মিউকরমাইকোসিস (Mucormycosis)নষ্ট করতে সক্ষম হবে।গবেষকরা আরও জানাচ্ছেন, বিশেষ টেকনোলজিতে তৈরি এই ওষুধ ব্যাপকভাবে উৎপাদনের জন্য প্রস্তুত। পাশাপাশি তাঁর জানাচ্ছেন কোনওরকম স্বত্ব না রাখায় এই ওষুধ সহজেই উৎপাদন এবং বিক্রয়যোগ্য হবে। দ্রুত এই বাজারে নিয়ে আসার উপর জোর দিয়েছেন গবেষকরা।

একাধিক রাজ্যে এই রোগকে মহামারী বলে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ব্ল্যাক ফাঙ্গাস রোধক ওষুধ অ্য়াম্ফোটেরিসিন-বি ইনজেকশনের অতিরিক্ত ২৯ হাজার ২৫০ টি ভায়াল দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে দেশে ব্ল্যাক ফাঙ্গাসের এই ওষুধ বেশি নেই। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিকে নির্দেশ দিয়েছিলেন, যেখান থেকে পারবেন, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ জোগাড় করুন।

The post সাধ্যের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ, নজির গড়ল IIT হায়দরাবাদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SCG7Ec

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages