
নয়াদিল্লি : দেশের করোনা চিত্র ভয়াবহ। অদৃশ্য মারণ ব্যাধির থাবায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে, হাসপাতলে বেডের আকাল, অক্সিজেনের অপ্রতুলতা চোখের সামনে ফুটিয়ে তুলেছে মহামারীর বিভৎস রূপ। নাওয়া খাওয়া ভুলে মানুষের প্রাণ বাঁচাতে দিনরাত এক করে কাজ করে চলেছেন প্রথম সারির করোনা যোদ্ধারা। তারপরেও মিটছে না সমস্যা। চারিদিকে শুধুই প্রাণবায়ুর হাহাকার।
আর এই দেশজোড়া প্রাণবায়ুর সংকট মেটাতে এবার আসরে নেমেছে ভারতীয় নৌসেনা। দেশে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে বিদেশ থেকে মেডিকেল অক্সিজেন আনতে ভারতীয় নৌবাহিনী সমুদ্র সেতু -২ অপারেশন শুরু করেছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতি। রবিবার ভারতীয় নৌসেনার মুখপাত্রের তরফে টুইটারে এই খবর জানানো হয়েছে।
এদিন টুইটে বলা হয়েছে, “দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন ও অন্যান্য মেডিকেল পণ্যের চাহিদা মেটাতে ভারতীয় নৌবাহিনী অপারেশন সমুদ্র সেতু-২ চালু করেছে। এই মিশনের ফলে ভারতীয় যুদ্ধ জাহাজগুলি বিদেশ থেকে ক্রায়োজেনিক পাত্রে তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করবে। ”
এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, আইএনএস কলকাতা (INS Kolkata) এবং আইএনএস তালোয়ার (INS Talwar) নামের এই দুটি যুদ্ধ জাহাজকে এই কাজের জন্য পাঠানো হয়েছিল। জাহাজ দুটি গত ৩০ এপ্রিল বাহারিনের মানামা বন্দরে প্রবেশ করেছে। যদিও আইএনএস তালওয়ার ইতিমধ্যে ৪০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে দেশে ফিরে এসেছে।
অন্যদিকে আইএনএস কলকাতা যুদ্ধ জাহাজটি মেডিকেল অক্সিজেন নেওয়ার জন্য কাতারের দোহায় পৌঁছে গিয়েছে। সেখান থেকে তরল অক্সিজেনেট ট্যাঙ্কগুলি নিয়ে কুয়েতের দিকে যাত্রা করবে।
এছাড়াও নৌসেনার আইএনএস আইরাভাট তরল অক্সিজেন সংগ্রহের জন্য সিঙ্গাপুরে প্রবেশের কথা রয়েছে। সেখান অন্যান্য মেডিকেল সরঞ্জাম নিয়ে ইতিমধ্যে আইএনএস জলাশওয়া জাহাজটি দাঁড়িয়ে রয়েছে।
অন্যদিকে আরব সাগরীয় অঞ্চল থেকে মেডিকেল অক্সিজেন আমদানির জন্য আরও কয়েকটি জাহাজটি মোতায়েন করা হয়েছে। খুব শীঘ্রই সেগুলি মেডিকেল পণ্য নিয়ে দেশে ফিরে আসবে।
যদিও ভারতীয় নৌসেনার তরফে আরও জানানো হয়েছে যে, জাতির এই মহা সংকটের দিনে আরও অক্সিজেনের প্রয়োজন হলে ফের আরও জাহাজ নামানো হবে।
অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের একাধিক দেশ। ইতিমধ্যেই ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশ।
The post অক্সিজেন ঘাটতি মেটাতে সমুদ্র সেতু-২ অপারেশন শুরু করল নৌবাহিনী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nJ7Mi5
No comments:
Post a Comment