
নয়াদিল্লি: মানুষকে স্বস্তি দিয়ে রবিবার কিছুটা কমেছিল করোনা সংক্রমণ। সোমবারও সেই জের অব্যাহত রইল। এদিন রবিবারের রিপোর্টের তুলনাতেও কমল করোনা সংক্রমণ। আক্রন্তের সংখ্যা নেমে এসেছে ৩ লক্ষ ৬৮ হাজারে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। গত কয়েকদিন যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল সংক্রমণ, এদিনের সংখ্যা তার চেয়ে কিছুটা কম। রবিবারের তুলনায় কমেছে একদিনে মৃত্যুর সংখ্যাও। সোমবারের রিপোর্ট বলছে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৭৩২ জন। আক্রান্তের পাশাপাশি সুস্থতার সংখ্যা বাড়ায় খানিকটা স্বস্তি ফিরেছে। বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লক্ষ ৯৩হাজার ৩ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন মোট ১৫ কোটি ৭১ লক্ষ ৯৮ হাজার ২০৭ জন।
এদিকে করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ভ্যাকসিন সরবরাহের উপর জোর দিচ্ছে বিরোধীরাও। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ওই বিবৃতিতে স্বাক্ষর করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইড ডি দেদগৌড়া, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার, বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী, ডিওমকে চিফ এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপির ডি রাজা ও রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব।
বিবৃতিতে দেশের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারকে মনোনিবেশ করতে বলা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে সারা দেশে একটি বিনামূল্যে মাস ভ্যাকসিনেশন চালু করে। টিকা কর্মসূচির জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা প্রয়োজন। এই টাকা টিকাকরণের জন্য ব্যবহৃত হবে।
The post ফের কমল দৈনিক সংক্রমণ, করোনার বিরুদ্ধে যুদ্ধে আশার আলো দেখছে দেশবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3tcW8NN
No comments:
Post a Comment