
নয়াদিল্লি : ভারতের সঙ্গে সম্পর্কের ভিত মজবুত রাখতে চাইলে ভেঙে ফেলতে হবে সন্ত্রাসবাদের কাঠামো। রবিবার একটি সর্বভারতী সংবাদপত্রের কাছে পাকিস্তানের (Pakistan) উদ্দেশ্যে বার্তা দিয়ে এ কথা জানালেন সেনাবাহিনী প্রধান এম এম নারাভানে (M M Naravane) ।
এদিন তিনি বলেন, “প্রতিবেদশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসের অবকাঠামো ভেঙে দিতে হবে। দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষরিত হলে এটি সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর সুরক্ষার পরিস্থিতিতে বড় ধরনের উন্নতি সাধন করবে।”
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদতদাতার অভিযোগ তুলে সেনাপ্রধান আরও বলেন, “পাক অধিকৃত কাশ্মীরে (POK) ইসলামাবাদ পরিচালিত অন্তত ১৮ থেকে ২০ টি জঙ্গি প্রশিক্ষণ শিবির রয়েছে। যেগুলোর বাস্তব অস্তিত্ব নেই বলে পাকিস্তান দাবি করলেও তা মানতে নারাজ ভারত। কারণ সেখানে জেএম(, এলইটি, আলবদর এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠন এখনও জঙ্গিকার্যকলাপ চালায়।”
সন্ত্রাসবাদ ও উগ্রবাদকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আর্মি চিফ বলেন, “পাকিস্তান যখন সন্ত্রাসবাদ নিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে এবং তার নীতিতে মৌলিক পরিবর্তন আনবে তখনই দু’দেশের সম্পর্কের উন্নতি হবে।”
এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ হটলাইনে দু’দেশের সামরিক অভিযানের মহাপরিচালকের মধ্যে আলোচনার সময় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে একটি সমঝোতায় আসে।
গত ফেব্রুয়ারিতে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ভারতের সঙ্গে সমস্ত সমস্যা সমাধানে জন্য নতুন করে একটি প্রস্তাব দিয়েছিলেন।
চিঠিতে তিনি বলেছিলেন, “এলওসি (LOC) বরাবর ভারত ও পাকিস্তান সীমান্তে সেনাবাহিনীর মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান৷ তাঁদের দেশ সবসময় শান্তির পক্ষে এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়ের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।”
উল্লেখ্য, রাজধানী দিল্লির তরফে পুলওয়ামা সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলা চালানোর জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটের কাছে জাব্বায় একটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালানোর পর ফের প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
যদিও ভারত দাবি করে যে, তারা কমপক্ষে ৩৫০ সন্ত্রাসীকে হত্যা করেছে। এরপর ভারতীয় সেনাবাহিনীর সেই দাবিকে প্রত্যাখ্যান করে পাকিস্তান। পাক সরকারের তরফে জানানো হয় যে, যে ভারতীয় ‘বোটচেড’ (Botched) বিমান হামলার ফলে কেবল দুটি ঘর এবং একটি কাক হত হয়েছে।
The post সম্পর্ক ভালো রাখতে চাইলে ভাঙতে হবে সন্ত্রাসের কাঠামো, পাকিস্তানকে বার্তা সেনাপ্রধানের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3yHj9wa
No comments:
Post a Comment