
ওয়াশিংটন: সাত জন যাত্রীকে নিয়ে টেনেসিতে (Tennessee) ভেঙে পড়ল জেট প্লেন (Jet Plane)। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টা নাগাদ। টেনেসির ন্যাশভিলের নিকটবর্তী পার্সি প্রিস্ট লেকে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার কিছুক্ষনের মধ্যে উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় বিমানে থাকা ৭ জনই মারা গিয়েছে।
মারাত্মক এই বিমান দুর্ঘটনায় বিমান চালক সমেত ৭ জন মারা গিয়েছে। সাত জনের মধ্যে ডায়েট গুরু গোয়েন শাম্বিন লারা এবং তার স্বামী জো লারা মারা গিয়েছেন।এছাড়াও বিমানে ব্র্যান্ডউডের রিম্যান্ট ফেলোশিপের অন্যান্য সদস্যরা ছিলেন। সকলকেই মৃত বলে ঘোষণা করেছে প্রশাসনিক আধিকারিকরা।
ফেডারাল এভিয়েশনের আধিকারিকরা (Federal Aviation Administration) এক বিবৃতিতে জনিয়েছে , সিসনা সি 501 সকাল ১১ টার দিকে কাছের বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে তবে স্মারনা কাছে পার্সি প্রিস্ট লেকের আচমকা ভেঙে পড়ে যায়। তবে কেন হঠাৎ এমন দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।
রাদারফোর্ড কাউন্টির উদ্ধারকর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে যান এবং তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে। তবে রাদারফোর্ড কাউন্টি ফায়ার রেসকিউ অপারেশনের ক্যাপ্টেন জোশুয়া স্যান্ডার্স এক সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে, এই ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তিনি বলেন, আমরা সবরকম প্রেচেষ্টা চালাচ্ছি। কেউ বেঁচে আছে কিনা দেখার চেষ্টা করছি। তবে মনে হয়না কেউ জীবিত আছে। তিনি আরও বলেন, নিহত ব্যাক্তিদের পরিবারকে না জানানো পর্যন্ত কারোর নাম এখনও প্রকাশ্যে আনা হবে না।
শনিবার সকালে প্রথমে এক প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছিলেন যে, এই ঘটনায় ১ জন মারা গিয়েছে। তারপর বেলা গড়াতেই জোর দেওয়া হয় উদ্ধার কাজে। ধীরে ধীরে বাড়তে থাকে মৃত্যু সংখ্যা। উদ্ধারকারীরা প্লেনের ধ্বংসাবশেষ সনাক্ত করতে পেরেছে। স্যান্ডার্স জানিয়েছে গোটা ঘটনাটি লেকের উপরে হয়েছেই তাই উদ্ধারকাজ করতে একটু দেরি হচ্ছে।
স্মারনা (Smyrna) রাদারফোর্ড কাউন্টি বিমানবন্দর থেকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিমানটিও। যদিও কর্তৃপক্ষ বিমানের রেজিস্ট্রেশন সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি। টেনেসির এক স্থানীয় সংবাদ মাধ্যমেরে তরফে জানা গিয়েছে, বিমানটিকে একটি মেরিনার কাছাকাছি জলে ধীরে ধীরে ডুবে গিয়েছে। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এবং এফএএ উভয়ই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
স্মারনা (Smyrna ) ন্যাশভিলের প্রায় 32 কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত। পার্সি প্রিস্ট লেক জে পেরসি প্রিস্ট ড্যাম দ্বারা নির্মিত একটি জলাধার। এটি নৌকা ও মাছ ধরার জন্য জনপ্রিয়।
The post লেকের উপর ভেঙে পড়ল বিমান! মৃত ৭, চলছে উদ্ধারকাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fQoSaq
No comments:
Post a Comment