একাধিক বৈশিষ্ট্য নিয়ে লঞ্চ হচ্ছে Realme-র এই স্মার্টটিভি দুটি - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 31, 2021

একাধিক বৈশিষ্ট্য নিয়ে লঞ্চ হচ্ছে Realme-র এই স্মার্টটিভি দুটি

নয়া দিল্লি: আগামী ৩১ জুন ভারতের বাজারে Realme লঞ্চ করছে তাদের Smart TV 4K। সংস্থার তরফে 43-inch এবং 50-inch দুটি মডেল লঞ্চ করা হবে। তবে লঞ্চের আগে সম্প্রতি তথ্য ফাঁসের মতো ঘটনা ঘটল সংস্থার আসন্ন স্মার্ট টিভি দুটির। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সংস্থার Smart TV 4K তে থাকবে একটি quad-core MediaTek SoC এবং Android 10 এর ব্যবস্থা। এর পাশাপাশি উভয় মডেলে গ্রাহকদের দেওয়া হবে 4K resolution সহ 178-degree ভিউ অ্যাঙ্গেল।

টিপস্টার দেবায়ন রায় সংস্থার আসন্ন স্মার্ট টিভিটির ভারতীয় দামের কথাও উল্লেখ করেছে। টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী, Realme Smart TV 4K 43-inch দাম রাখা হতে পারে ২৮,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে। অন্যদিকে আরেকটি মডেল অর্থাৎ 50-inch মডেলটি গ্রাহকরা পেতে পারে ৩৩,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে।

সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে Realme Smart TV 4K বেশকিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। মনে করা হচ্ছে সংস্থার স্মার্ট টিভিতে থাকতে পারে একটি quad-core MediaTek SoC এবং Android TV 10 ব্যবস্থা। পাশাপাশি accurate colour reproduction এর জন্য দেওয়া হতে পারে একটি inbuilt Chroma Boost Picture Engine এর পরিষেবা। এছাড়া উভয় মডেলে 4K রেজোলিউশন সঙ্গে 178-degree ভিউ অ্যাঙ্গেলও থাকতে পারে বলে আশাকরা হচ্ছে।

অডিও জন্য সংস্থার আসন্ন স্মার্ট টিভিতে গ্রাহকদের দেওয়া হতে পারে 24W quad stereo speaker system এর সঙ্গে Dolby Atmos এবং DTS HD সমর্থন। সংযোগের জন্য থাকতে পারে HDMI ports, দুটি USB ports, AV out port, Ethernet port, এবং একটি tuner port।

অন্যদিকে টিভির পাশাপাশি এই সংস্থা জুনে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Realme C25s স্মার্টফোন। দুটি স্টোরেজের বিকল্প নিয়ে স্মার্টফোনটিকে বাজারে প্রকাশ করা হচ্ছে। আসন্ন স্মার্টফোনে রাখা হয়েছে একটি 48-megapixel triple rear ক্যামেরার সঙ্গে একটি 6,000mAh ব্যাটারি পরিষেবা। চিনা সংস্থার ফোনটি ইতিমধ্যে মালয়েশিয়া বাজারে লঞ্চ করা হয়েছে।

The post একাধিক বৈশিষ্ট্য নিয়ে লঞ্চ হচ্ছে Realme-র এই স্মার্টটিভি দুটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3c7OBKi

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages