কোভিডের প্রভাব শিক্ষায়, অনলাইনের পদ্ধতির বিকল্প বাতলে ব্রাত্যকে চিঠি এসএফআইয়ের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 26, 2021

কোভিডের প্রভাব শিক্ষায়, অনলাইনের পদ্ধতির বিকল্প বাতলে ব্রাত্যকে চিঠি এসএফআইয়ের

স্টাফ রিপোর্টার, কলকাতা : করোনার(করোনা) দ্বিতীয় ঢেউয়ের(second wave) জেরে মাধ্যমিক , উচ্চমাধ্যমিক আপাতত স্থগিত। দীর্ঘদিন অনলাইনে চলছে স্কুলের (school)ক্লাস (class)। এই অবস্থায় শিক্ষার(education) আগামী পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে বেশ কিছু দাবি রেখেছে এসএফআই(sfi)। মূলত অনলাইন শিক্ষা নিয়েই তাদের প্রতিবাদ। এর বিকল্প ব্যবস্থা কী হতে পারে তা নিয়ে শিক্ষামন্ত্রীকে (education minister) জানিয়েছে তারা।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, ‘করোনা অতিমারির দ্বিতীয় ধারার ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্য তথা দেশ। করোনা ভাইরাসের নতুন ধারার সংক্রমণে নাজেহাল রাজ্যবাসী। সামগ্রিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে গোটা শিক্ষাব্যবস্থা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত । এছাড়া দীর্ঘদিন নানান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গোটা শিক্ষাব্যবস্থা সার্বিকভাবে অনলাইন নির্ভর হয়ে পড়ছে, তাতে ব্যাপক অংশের ছাত্রছাত্রী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ডিজিটাল ডিভাইডের শিকার হয়ে। দ্রুত হারে বাড়ছে স্কুলছুটের সংখ্যা।’ এমতাবস্থায় এসএফআই রাজ্যের শিক্ষা মন্ত্রীর কিছু প্রস্তাব জানিয়েছে।

সৃজন জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ইউজিসি ‘মিশ্র পাঠ’ বা ‘ব্লেন্ডেড মোড অফ লার্নিং’এর মাধ্যমে ৪০% পাঠক্রম অনলাইন পদ্ধতিতে সম্পূর্ণ করার কথা বলেছে। দীর্ঘদিন ধরেই কোভিড-পরিস্থিতির সুযোগ নিয়ে অনলাইন শিক্ষাদানের পদ্ধতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, সর্বশেষ জাতীয় শিক্ষানীতির প্রণয়নেও তার ইঙ্গিত রয়েছে। আমাদের সংগঠন প্রথম থেকেই দৃঢ়ভাবে এই প্রবণতার প্রতিবাদ জানিয়ে এসেছি। আমরা শুনেছি, পশ্চিমবঙ্গ সরকারও গত বছর প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি’র বিরোধিতা করেছিল, কিন্তু সেই বিরোধিতা ছিল দুর্বল ও অস্পষ্টতায় ভরপুর। আমরা আশা রাখি, অনলাইন শিক্ষাকে সকল ছাত্রের জন্য বাধ্যতামূলক করার চক্রান্তের বিরুদ্ধে রাজ্য সরকার সোচ্চার হবেন দ্রুত।’ তাঁর কথায়, ‘আমরা প্রযুক্তির স্বাভাবিক গতির বিরুদ্ধে নই। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সমাজের এক বিরাট অংশের দরিদ্র ছাত্রদের কাছে স্মার্টফোন বা ট্যাব নেই। এছাড়াও ডেটাপ্যাকের খরচ, অঞ্চলে নেটওয়ার্কের অপ্রতুলতা ইত্যাদি সমস্যা রয়েছে। রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম, কেবল দ্বাদশ শ্রেণীর ছাত্রদেরই নয়, অনলাইন লেখাপড়ার প্রয়োজনে সকল ছাত্র, যাদের ন্যায্য চাহিদা রয়েছে, তাদের কাছে ট্যাব ও বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে হবে সরকারের তরফে। এই ন্যূনতম পরিকাঠামো নির্মাণ না করে অনলাইন মোডে শিক্ষাদানের উপর বিশেষ ভরসা করা উচিৎ নয় বলেই আমাদের মনে হয়।’

এসএফআই ব্রাত্য বসুর কাছে আর্জি জানিয়েছে, ‘২০২০ সালে কোভিড পরিস্থিতির শুরুর দিকেই আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, আপৎকালীন পরিস্থিতির জন্য ‘স্পেশ্যাল স্টিমুলাস প্যাকেজ’ ঘোষণা করে শিক্ষাব্যবস্থার পুনর্গঠনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিৎ। মুখোমুখি ক্লাসরুম ব্যবস্থার কোনো বিকল্প হয় না। যে অংশের ছাত্ররা অনলাইন শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে তারা ঘরে বসেই ক্লাসে যোগদান করতে পারে। কিন্তু যাদের এ সুযোগ গ্রহণের সামর্থ্য নেই, তাদের কথা মাথায় রেখে কোভিড-সংক্রমণের তীব্রতা কিছুটা কমলে সপ্তাহে অন্তত দু’দিন করে সরকারের মুখোমুখি ক্লাসরুম শিক্ষাপদ্ধতিতে ফেরার উদ্যোগ গ্রহণ করা উচিৎ।’

স্কুলের ফি কীভাবে কমানো যায় তা নিয়ে বাম ছাত্র সংগঠনের মত, ‘স্টিমুলাস প্যাকেজ থেকেই অর্থবরাদ্দ করে সরকারি ভর্তুকি বাড়িয়ে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এক শিক্ষাবর্ষের সমস্ত ফি মকুব করার দাবি জানাচ্ছি আমরা। বেসরকারি স্কুল-কলেজগুলোতে ফি নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের তরফে কেবল অনুরোধ-উপরোধ নয়, কড়া নির্দেশিকা জারি করতে হবে।’

তাঁরা এও জানাচ্ছেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত বলে আপনি জানিয়েছে। মূল্যায়ন না করে ছাত্রদের পাশ করানো যে কাম্য নয় সে বিষয়ে আমরা নৈতিকভাবে সহমত। কিন্তু দেখতে হবে, সারা দেশের অন্যান্য বোর্ডের সাথে যেন সামঞ্জস্য রেখেই দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। নয়তো সার্বিক মূল্যায়ন ও ছাত্রজীবনের পরবর্তী ধাপগুলিতে বাংলার ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে।’

The post কোভিডের প্রভাব শিক্ষায়, অনলাইনের পদ্ধতির বিকল্প বাতলে ব্রাত্যকে চিঠি এসএফআইয়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uo3kae

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages