
কলকাতা: সমুদ্র অশান্ত হবেই। ফুঁসবে। বিশাল বিশাল ঢেউ ভাঙবে পাড়। কিন্তু কোন সাগর? কোন উপকূল? তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ এশিয়ার পরবর্তী সাগর দানবের জন্মই এখনও হয়নি। তবে নামকরণ শেষ। গুলাব (Gulab) নামের এই সাইক্লোন আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর থেকে উঠে আসবে। নাম রেখেছে পাকিস্তান (Pakistan)।
উর্দু, পারসি, হিন্দিতে গুলাব অর্থাৎ গোলাপ (Rose)। সেই গোলাপ ঝড় ভারত (India), পাকিস্তান (Pakistan), বাংলাদেশ (Bangladesh), শ্রীলংকা (Sri Lanka), মায়ানমার (Myanmar), মালদ্বীপ (Maldives), থাইল্যান্ড (Thiland) ও সংলগ্ন কিছু উপকূলীয় দেশের কোন দিকটি বেছে নেবে তা নির্ভর করছে প্রকৃতির উপরে।
ইয়াস (Yaas) ঘূর্ণিঝড়ের কেন্দ্র ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ডের উপকূল এলাকায়। বঙ্গোপসাগর, আন্দামান সাগর, মার্তাবান উপসাগর মিশ্রিত এই এলাকা থেকে ইয়াস মুখ ঘোরায় ভারতের দিকে। এর প্রভাবে বাংলাদেশের উপকূল এলাকায় জলোচ্ছাস শুরু হয়েছে।
গুলাব কি সুপার সাইক্লোন (Super Cyclone) হবে? আবহাওয়া বিশেষজ্ঞদের মতামত, এটি পরিস্থিতি বিচার করে বলা সম্ভব। কারণ, মনে করা হচ্ছিল ইয়াস ভারত ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। অথচ গতিমুখ বদলে ইয়াস এখন ভারতের উপকূলকেই বেছে নিয়েছে। পরবর্তী গুলাব তাই কোনদিকে যাবে সেটি নির্ভর করছে তার মর্জির উপর।
ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ইয়াস ঘূর্ণিঝড়ের মূল আঘাত হবে ওডিশার উপকূলে। আর এর প্রভাবে বঙ্গোপসাগরের দুই পারের দুই দেশের উপকূলীয় এলাকার লক্ষ লক্ষ মানুষ হবেন জলমগ্ন। দুই দেশের উপকূলরক্ষী, নৌ বাহিনি, বিপর্যয়-দুর্যোগ মোকাবিলা বিভাগ প্রতিবারের মতো এবারও সাইক্লোন মোকাবিলায় নেমেছে।
পাকিস্তান আবহাওয়া বিভাগও ইয়াস গতিবিধি নজর রেখে চলেছে। অতি সম্প্রতি আরব সাগরে তউকতে ঝড়ের তাণ্ডবের সাক্ষী ভারতের পশ্চিম উপকূল। সাগরের অন্যদিকে পাকিস্তানের উপকূলেও প্রভাব পড়ে।
এবার ইয়াস যখন শক্তিহীন হয়ে মিলিয়ে যাবে পিছনে রেখে যাবে তাণ্ডবের ক্ষয় চিহ্ন, ঠিক তখনই শুরু হবে গুলাব আসার প্রহর গোনা। ঝড়ের ঘড়ি বলে দিয়েছে একথা।
The post এবার সমুদ্র উথলিয়ে আসছে পাকিস্তানি ঝড় ‘গুলাব’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oYgiL2
No comments:
Post a Comment