
নয়াদিল্লি: রেলের চাকরি খোঁয়ানোর পর এবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) চুক্তি হারাতে চলেছেন খুনে অভিযুক্ত কিংবদন্তি সুশীল কুমার (Sushil Kumar)৷ অলিম্পিকে দু’বারের পদকজয়ী এই কুস্তিগীরের চুক্তি নিয়ে আগামী মাসে আলোচনায় বসতে চলেছে রেসলিং ফেডারেশন।
মঙ্গলবারই সুশীল কুমারকে(Sushil Kumar) চাকরি থেকে সাসপেন্ড করল রেলওয়েজ। জাতীয় চ্যাম্পিয়ন তরুণ কুস্তিগীর সাগর রানা(Sagar Rana) হতাকান্ডে অভিযুক্ত সুশীলকে গত রবিবার গ্রেফতার করে দিল্লি পুলিশ(Delhi Police)। এই ঘটনার পরেই উত্তর রেলওয়ে(Northern Railway) অলিম্পিক পদকজয়ী (Olympic medalist) দেশের অন্যতম সফল এই কুস্তিগীরকে চাকরি থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। রবিবার হত্যাকান্ডে অভিযুক্ত এই কুস্তিগীরকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার পুরো ঘটনার তদন্তভার গ্রহণ করেছে দিল্লি পুলিশের (Delhi Police) ক্রাইম ব্রাঞ্চ।
মঙ্গলবার সকালে খুনের ঘটনার পুনর্নিমাণ করতে সুশীলকে ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যান দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে(Crime Branch)অফিসাররা। সুশীলকে এদিন ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া প্রসঙ্গে দিল্লি পুলিশের (Delhi Police) এক সিনিয়র অফিসার জানিয়েছিলেন, ‘ঘটনার তদন্তভার গ্রহণ করা ক্রাইম বাঞ্চের একটি দল ঘটনাস্থল ছত্রসাল স্টেডিয়ামে গিয়েছিল। সুশীলকে তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।’
৪ মে দিল্লির ছত্রসাল স্টেডিয়ামের(Chhatrasal Stadium) পার্কিং এরিয়ায় সাগর রানা (Sagar Rana) ও তাঁর দুই বন্ধকে শারীরীক নিগ্রহ করা হয়৷ এই ঘটনায় মৃত্যু হয় সাগরের। হত্যায় অভিযুক্ত হন (murder case) সুশীল ও তাঁর কয়েকজন বন্ধু৷ ঘটনার পর থেকে পলাতক ছিলেন অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীর৷ ১৯ দিন ধরে গা-ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গত রবিবার সকালে সাগর রানা হত্যাকাণ্ডে অভিযুক্ত সুশীলকে দিল্লির মুন্দকা(Mundka) এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জালে ধরা পড়েন সুশীলের সহযোগী অজয় কুমারও(Ajay Kumar)। তারপর আদালতের নির্দেশে সুশীলকে ৬ দিনের পুলিশি হেফাজতে নেয় দিল্লি পুলিশ (Delhi Police)।
সুশীলের চুক্তি বাতিল হওয়ার পিছনে খুনের ঘটনার কোনও যোগ নেই বলে জানা গিয়েছে। তাঁর বার্ষিক চুক্তি বাতিল হতে পারে সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য। ২০১৮ সালের এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরেছিলেন এই অলিম্পিকে পদকজয়ী ৩৭ বছরের এই কুস্তিগীর। ২০১৮ সালে জাকার্তায় (Jakarta) এশিয়ান গেমসে (2018 Asian Games) খালি হাতে ফেরেন সুশীল কুমার(Sushil Kumar)৷ তারপর ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পর্বেই হারেন তিনি। ফেডারেশনের তরফে জানানো হয়, ‘২০১৯ সালের চুক্তিতে যুক্ত হওয়ার পর সুশীল ও পূজা ধান্ডা এমন কিছুই করেনি। জুনে বৈঠক বসলে ওদের পক্ষে চুক্তি ধরে রাখা মুশকিল।’ চুক্তি অনুযায়ী ফেডারেশনের থেকে বছরে ৩০ লক্ষ টাকা পান সুশীল কুমার (Sushil Kumar)। তবে গত বছর সব খেলায় অংশ না-নেওয়ায় তাঁকে পুরো টাকা দেওয়া হয়নি বলও জানা গিয়েছে।
The post ফেডারেশনের বার্ষিক চুক্তি হারাতে চলেছেন সুশীল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oOmZzd
No comments:
Post a Comment