
লখনউ: অজানা এক নম্বর থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ২৯ এপ্রিল উত্তরপ্রদেশ পুলিশের ইমার্জেন্সি নম্বর ১১২-এ হোয়াটসঅ্যাপে যোগী আদিত্যনাথকে হুমকি মেসেজ দেওয়া হয় বলে খবর। ‘আর চারদিন বাকি রয়েছে’, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এমন হুমকি বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। কে হুমকি দিলেন, তা এখনও স্পষ্ট নয়। সুশান্ত গল্ফ সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ২৯ এপ্রিল রাত ৮ টা নাগাদ পুলিশের এমার্জেন্সি নম্বর ১১২-এ হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে একটি মেসেজ আসে, যাতে মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। ওই মেসেজে বলা হয়েছিল যে, মুখ্যমন্ত্রী যোগিকে ৫ দিনের মধ্যে হত্যা করা হবে।হুমকি দেওয়া ব্যক্তি বলেছিল যে আপনি ৪ দিনের মধ্যে যা করতে পারেন তা করে নিন। এই তথ্য শীর্ষ পুলিশ আধিকারিকদের দেওয়া মাত্রই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির অনুসন্ধান শুরু হয়। ইতিমধ্যেই ডায়াল ১১২ এর অপারেশন কমান্ডার কন্ট্রোল রুমের প্রধান অঞ্জুল কুমার সুশান্ত গল্ফ সিটি থানায় এই অজ্ঞাত নম্বরধারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।এডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেন যে, স্থানীয় পুলিশ ছাড়াও এসটিএফও ওই ব্যক্তির তল্লাশি শুরু করেছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন হত্যার হুমকি এর আগেও বহুবার পেয়েছেন।গত বছরের মে, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে মুখ্যমন্ত্রী এমন অনেক হুমকি পেয়েছিলেন। পুলিশও বহু লোককে গ্রেপ্তার করেছে। গত নভেম্বরে উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইন নম্বর ১১২-এ মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক ১৫ বছর বয়সী নাবালকের বিরুদ্ধে। পরে ওই নাবালককে গ্রেফতার করে জুভেনাইল হোমে পাঠানো হয়েছিল।বারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি মেসেজ ঘিরে নড়েচড়ে বসেছে সে রাজ্যের পুলিশ মহল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে অমিত শাহ, যোগী আদিত্যনাথকে ওড়ানোর হুমকি দিয়ে সিআরপিএফ-কে চিঠি পাঠানো হয়। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের মারা হবে জানিয়ে একটি উড়ো ই-মেল এসেছিল সিআরপিএফ-এর দফতরে। গত বছরে, জাতীয় তদন্ত সংস্থা (National Investigation Agency) একটি ইমেল পেয়েছিল যেখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ‘হত্যা’ করার হুমকি দেওয়া হয়েছিল।
The post ‘হাতে আর চার দিন’, প্রাণে মারার হুমকি যোগীকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3tnrWje
No comments:
Post a Comment