Big Breaking: করোনা আক্রান্ত সানরাইজার্সের ঋদ্ধিমান সাহা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 4, 2021

Big Breaking: করোনা আক্রান্ত সানরাইজার্সের ঋদ্ধিমান সাহা

নয়াদিল্লি: ফের করোনা আক্রান্ত আইপিএলে খেলা ক্রিকেটার৷ এবার সানরাইজার্স হায়দরাবেদের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে৷ একই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের লেগ-স্পিনার অমিত মিশ্রের কোভিড টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে৷ সরকারিভাবে এখনও কিছু জানানো না-হলেও সুত্রের খবর এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন৷

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিুদ্ধে মাঠে নামার কথা সানরাইজার্স হায়দরাবাদের৷ কিন্তু ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই৷ কারণ বিসিসিআই ও আইপিএলের নিয়মে দলের কোনও ক্রিকেটারের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এলে বাকি সদস্যদের অন্তত পাঁচ-ছ’দিন আইসোলেশনে থাকতে হয়৷ ফলে মঙ্গলবার মুম্বই-সানরাইজার্স ম্যাচটিও স্থগিত হতে চলেছে৷

সো্মবার কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ের করোনা আক্রান্ত হন৷ ফলে সন্ধ্যা সাড়ে ৭টায় আমদাবাদে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামা হয়নি কিং খানের দলের৷ দুই ক্রিকেটারের কোভিড টেস্ট পজিটিভ আসায় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিল আইপিএল গভর্নিং কাউন্সিল৷ তরে বরুণ ও সন্দীপের করোনা রিপোর্ট পজিটিভ এলেও দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে৷ কিন্তু আইপিএল ও বোর্ডের নিয়মানুসারে একজন ক্রিকেটারের রিপোর্ট এলে দলের বাকি সদস্যদেরও পাঁচ থেকে ছ’দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়৷ ফলে পুরো কেকেআর টিম-কে হার্ড কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷

এখানেই শেষ নয়, সোমবারটা ছিল চলতি আইপিএলে সবচেয়ে খারাপ দিন৷ কেকেআর-এর দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত তিনজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে৷ সিএসকে-র বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, সিইও কাশী বিশ্বনাথন এবং টিম বাস ক্লিনার করোনা আক্রান্ত হন৷ তবে সুপার কিংসের সকল ক্রিকেটার ও বাকি সাপোর্ট স্টাফের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে৷ একই সঙ্গে সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচজন গ্রাউন্ড স্টাফের করোনা আক্রান্তের খবর সামনে আসে৷

The post Big Breaking: করোনা আক্রান্ত সানরাইজার্সের ঋদ্ধিমান সাহা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RrRG0A

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages