Big Breaking: ২০২১ আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত বোর্ডের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 4, 2021

Big Breaking: ২০২১ আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত বোর্ডের

মুম্বই: করোনা থানায় শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলে ২০২১ আইপিএল৷ বিসিসিআই-এর ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন৷ একের পর এক ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার সামনে আসার পরই আইপিএলের চতুর্দশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷

প্রতিদিনই বায়ো-বাবেলের মধ্যে একাধিক ক্রি্কেটারের করোনা আকান্তের খবর সামনে আসার পরই বোর্ড এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট শুক্লা৷ সংবাদ সংস্থা এএনআই-কে তিনি এমনটাই জানিয়েছে৷ পরে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন৷ বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট শুক্লা জানিয়েছে, ‘বোর্ডের সকল আধিকারিক এবং কাউন্সিলের সদস্যরা ফ্র্যাঞ্জাইজি ও ব্রডকাস্টারের সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমরা আপাতত টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ পরিস্থিতির উন্নতি হলে আইপিএল শুরু করা নিয়ে আমরা সিদ্ধান্ত নেবে৷’

মঙ্গলবার ফের করোনা আক্রান্ত হন আইপিএলের একাধিক ক্রিকেটার৷ সানরাইজার্স হায়দরাবেদের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে৷ একই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের লেগ-স্পিনার অমিত মিশ্রের কোভিড টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে৷ সোমবার কলকাতা না্ইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের কোভিট টেস্টের রিপোর্ট পজিটিভ আসে৷ এরপরই সোমবার আমদাবাদে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আইপিএল গভর্নিং কাউন্সিল৷ এছাড়াও চেন্নাই সুপার কিংসের তিন সদস্যের করোনা রিপোর্টও পজিটিভ আসে৷

মঙ্গলবার ফের বায়ো-বাবেলের মধ্যে খাকা ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে৷ সানরাইজার্স হায়দরাবেদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রের করোনা আক্রান্তের খবর সামনে আসার পর ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে আইপিএলে চতুর্দশ সংস্করণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিুদ্ধে মাঠে নামার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের৷ কিন্তু ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচও স্থগিত হয়ে যায়৷ কারণ বিসিসিআই ও আইপিএলের নিয়মে দলের কোনও ক্রিকেটারের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এলে বাকি সদস্যদের অন্তত পাঁচ-ছ’দিন আইসোলেশনে থাকতে হয়৷ ফলে মঙ্গলবার মুম্বই-সানরাইজার্স ম্যাচ হওয়ার কোনও সম্ভাবনা ছিল না৷ একই অবস্থা দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও৷ ফলে একের পর এক ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় এই টুর্নামেন্ট চালানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে৷

The post Big Breaking: ২০২১ আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত বোর্ডের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3b19eaG

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages