
নয়াদিল্লি: SARS-CoV-2 এর কোনও ভ্যারিয়েন্টকে দেশের নামে নামকরণ করা যাবে না, সেই নির্দেশ আগেই দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এবার যুক্তরাজ্য (United Kingdom), দক্ষিণ আফ্রিকা (South Africa), ব্রাজিল (Brazil) ও ভারতে (India) SARS-CoV-2 এর যে ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে তার নামকরণ করা হল। তিন দেশে আবিষ্কৃত করোনা ভ্য়ারিয়েন্টের নাম গ্রিক অক্ষরে রাখা হয়েছে। এখন থেকে এই অক্ষরগুলি দিয়েই চিহ্নিত করা হবে SARS-CoV-2 এর নতুন ভ্যারিয়েন্টগুলিকে।
২০২০ সালের অক্টোবর মাসে COVID-19 এর নতুন ভ্যারিয়েন্ট B.1.617.2 এর সন্ধান মেলে ভারতে। এই ভ্যারিয়েন্টকে WHO ‘ডেল্টা’ নামে অভিহিত করেছে। এবার থেকে এই স্ট্রেনকে ডেল্টা বলা হবে। অন্যদিকে ভারতেই খুঁজে পাওয়া COVID-19 এর অন্য একটি ভ্যারিয়েন্ট B.1.617.1 কে অভিহিত করা হয়েছে ‘কাপ্পা’ নামে। ২০২০ সালে সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যে স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে সেটিকে ‘আলফা’ নামকরণ করা হয়েছে। ‘বিটা’ নামকরণ করা হয়েছে ২০২০ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকায় পাওয়া COVID-19 ভ্যারিয়েন্টের। নভেম্বর মাসে ব্রাজিলে সন্ধান পাওয়া COVID-19 ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে ‘গামা’।
WHO এর তরফে COVID-19 এর টেকনিক্যাল প্রধান ড. মারিয়া ভ্যান কেরকোভ (Dr Maria Van Kerkhove) জানিয়েছেন, এই লেবেলগুলি কিন্তু ভ্যারিয়েন্টের যে বৈজ্ঞানিক নাম রয়েছে সেগুলিকে প্রতিস্থাপন করবে না। বৈজ্ঞানিক নামগুলি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করবে। গবেষণার কাজেও ওই নামই ব্যবহৃত হবে। কিন্তু কোভিডের ভ্যারিয়েন্টগুলিকে কখনই কোনও দেশের নামে নামাঙ্কিত হয়ে সেই দেশকে কলঙ্কিত করা উচিত নয়। তাই এই নতুন নামের সাহায্য নেওয়া হয়েছে। SARS-CoV-2 জেনেটিক বংশের নামকরণ গ্রিক অক্ষরে রাখলে অবৈজ্ঞানিক ক্ষেত্রে আলোচনা করা সহজ এবং কার্যকর হবে।
SARS-CoV-2 এর B.1.617 ভ্যারিয়েন্ট ৫৩ টি অঞ্চলে সরকারিভাবে এবং আরও ৭টি জায়গায় বেসরকারিভাবে পাওয়া গিয়েছে। এটি আগের চেয়ে অনেক দ্রুত সংক্রমণযোগ্য বলে প্রমাণিত হয়েছে। রোগের তীব্রতা এবং সংক্রমণের ঝুঁকি নিয়ে এখনও গবেষণা করছেন বিজ্ঞানীরা।
The post ভারতে পাওয়া করোনা স্ট্রেনের নাম ‘ডেল্টা’, নামকরণ হল অন্য দেশে পাওয়া স্ট্রেনেরও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3p5OJ2i
No comments:
Post a Comment