ঘূর্ণাবর্ত ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জোড়া ফলা, প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 1, 2021

ঘূর্ণাবর্ত ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জোড়া ফলা, প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা

স্টাফ রিপোর্টার, কলকাতা : রাজ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার (pre monsson) বৃষ্টি (rain)। তবে একে ঠেলে নিয়ে এসেছে বিহার (Bihar) ও উত্তরবঙ্গের (North bengal) উপর তৈরি ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরের শক্তিশালী দক্ষিণ পশ্চিমী বাতাস (South Westerly wind)। এর জেরে সোমবারের মতো মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। এর জেরে স্বাভাবিক রয়েছে কলকাতার সকালের তাপমাত্রা। গতকাল যেমন সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল আজ বৃষ্টি কম হলে বা সারাদিন মেঘলা আকাশ থাকল অথচ বৃষ্টি হল না এমন পরিস্থিতি হলে বেলার তাপমাত্রা বাড়বে। তবে তা স্বাভাবিকের থেকে আজ কমই থাকবে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম ছিল। আজ তা বেড়ে ৩৩ ডিগ্রিতে উঠে আসতে পারে।

শহরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয় ৩.১ মিলিমিটার। আজ সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ ২.৬ মিলিমিটার। তবে বৃষ্টির আবহ থাকলেও একটা গুমোট আবহাওয়া থাকছে। বৃষ্টির জেরে যে একদম স্বস্তিদায়ক আবহাওয়া শহরে বিরাজ করছে এমনটা নয়। কারণ আপেক্ষিক আর্দ্রতা যা আজ রয়েছে সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮৪ শতাংশ, অর্থাৎ হু হু করে ঢুকছে সাগরের আর্দ্র হাওয়া। ফল বৃষ্টির সঙ্গে অস্বস্তিও।

গত সপ্তাহের ইয়াস চলে যাওয়ার পর তুমুল বৃষ্টি হয়েছিল কলকাতা সহ সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়। মালদহে রেকর্ড ৩০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। দার্জিলিংয়ে ১০০মিলিমিটারের বেশি বৃষ্টি হয়ে রাস্তায় ধস নেমে গিয়েছিল। কলকাতায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয় গত শুক্রবার। ওইদিন সকালে কলকাতার (kolkata) সর্বনিম্ন(minimum) তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস(celcius), যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস , যা।স্বাভাবিকের(normal) থেকে তিন ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ।

সাগরের একের পর এক সিস্টেমে গুমোট আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবার তা বর্ষার পথকে সুগম করে কি না সেটাই দেখার।

The post ঘূর্ণাবর্ত ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জোড়া ফলা, প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vDizOg

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages