
স্টাফ রিপোর্টার, হাওড়া: সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের (disaster) জেরে নীড় হারিয়েছে বহু পাখি (bird)। তাদের ঠাঁই দিতে এবার গাছে গাছে কৃত্রিম বাসা বাঁধল আমতার পরিবেশপ্রেমী সংগঠন প্রয়াস (prayas)।
জানা গিয়েছে, সংগঠনটির পক্ষ থেকে আমতা-২ (amta 2) ব্লকের কামারগোড়িয়া থেকে পূর্ব খালনা বাঁধের মাঠ এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে অসংখ্য গাছে মাটির হাড়ি বেঁধে কৃত্রিম বাসস্থান তৈরি করে দেন প্রয়াসের সদস্যরা। উদ্যোক্তারা জানান, এবার সেভাবে ঝড় না হলেও ঝোড়ো হাওয়াতে ওই এলাকার বহু পাখির বাসা ক্ষতিগ্রস্ত। প্রায় ৫০টি গাছে এই কৃত্রিম পাখির বাসা বেঁধেছেন প্রয়াসের সদস্যরা।
গতবার আমফান পরবর্তী সময়ে একই উদ্যোগ দেখা গিয়েছিল। সেবার ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছিল হাওড়ার বড় অংশে। ঝরে কত যে গাছ উপড়ে গিয়েছিল তার ইয়ত্তা ছিল না। স্বাভাবিকভাবেই গাছে থাকা পাখিরা বাসা হারিয়েছিল। পাখিদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছিল গ্রামীণ হাওড়ার যুবক দল। পাশাপাশি সামাজিক বনসৃজনের পরিকল্পনাও করেছে এই সংগঠন।
নাম, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। ওই সংগঠন গোটা জেলা জুড়ে পাখির বাসা তৈরি করার উদ্যোগ নিয়েছিল। ওই সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেছিলেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল, মানসিংহপুর ও সাদেশপুরে ৩০টি কৃত্রিম পাখির বাসা বিভিন্ন গাছের ডালে লাগানো হবে। মাটির কলসির মধ্যে ডালপালা দিয়ে তৈরি করা হচ্ছে এই কৃত্রিম বাসা। অনেক জায়গায় তা টাঙানোও হয়েছে। এই কৃত্রিম বাসায় একটি মাটির পাত্রে জল রাখার ব্যবস্থা করা হয়েছে।’ সেই মতো কাজও করেছিল তারা।
ইয়াস নামক ঘূর্ণিঝড়ের পরে কীভাবে সমস্ত পশু পাখিদের পুনর্বাসন দেওয়া যায় তা নিয়ে কাজ করতে শুরু করেছিল এই সংগঠনই। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানিয়েছিল, ‘ হাওড়া জেলার ৪৫টি প্রকৃতিপ্রেমী সংগঠন একত্রিত হয়ে জেলা যৌথ পরিবেশ মঞ্চ গড়ে উঠেছে। আমরা জেলার প্রত্যেকটি ব্লকে কাজ করছি। ঝড়ে যদি কোনওরকম পশু পাখি আহত হয়, তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছে সার্চ অপারেশনের মাধ্যমে বন্য প্রাণীটিকে উদ্ধার করবো। প্রাথমিক চিকিৎসায় যদি সাড়া দেয় তার পুনর্বাসনের চেষ্টা করবো। গুরুতর আহত হলে সেক্ষেত্রে বনদপ্তরের হাতে তুলে দেবো।’
একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘এছাড়া যে সমস্ত গাছের ডাল ভেঙে পড়বে, পুরো গাছ না কেটে, ডালগুলো ছেঁটে দিয়ে গাছটিকে বাঁচানোর চেষ্টা করা হবে।’ তিনি বন্য প্রাণী সংরক্ষনের কাজে একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করার অনুরোধ জানান। ঝড় (storm) ঝঞ্ঝা অতিবৃষ্টি বন্যা ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ও পরে গাছপালা পশুপাখি ও সামগ্রিক প্রকৃতি পরিবেশের লক্ষ্যে কড়া নজর রাখছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। জেলা জুড়ে বিভিন্ন ব্লকের কর্মীদের হেল্পলাইন নম্বরও রয়েছে।’এই কাজও তারা করছে বলে জানা গিয়েছে।
The post গাছে কৃত্রিম বাসা বেঁধে পাখিদের পুনর্বাসনের অভিনব প্রয়াস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3uCaQ1t
No comments:
Post a Comment