
নয়াদিল্লি: কিছুদিন আগে অ্যান্টিগা ও বারবুডা (Antigua and Barbuda ) থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল ভারত থেকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। খোঁজ চলছিল। এবার তার সন্ধান পাওয়া গেল ডোমিনিকায় (Dominica)। সেখানকার স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে। পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি ১৩ হাজার ৫০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিতে জড়িত।
ডোমিনিকা ক্যারিবিয়া সাগরের (Caribbean Sea) একটি ছোট দ্বীপ দেশ। মেহুল চোকসির খোঁজ পাওয়ার পর অ্য়ান্টিগা পুলিশের তরফে ডোমিনিকা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বিরুদ্ধে ইয়েলো কর্নার (yellow cornor) জারি করেছে ইন্টারপোল (Interpol)। এরপরই ডোমিনিকায় তাকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর সিবিআইকে ইন্টারপোল জানিয়েছে যে মেহুল চোকসিকে ডোমিনিকায় দেখতে পাওয়া গিয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এও জানা গিয়েছে যে চোকসি নৌকা করে অ্যান্টিকা ও বারবুডা থেকে ডোমিনিকায় গিয়েছিল। অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি বলেন, “আমরা ডোমিনিকান পুলিশকে বলেছিলাম চোকসিকে যেন গ্রেফতার করা হয়। সে বেআইনিভাবে ওই দেশে প্রবেশ করেছে।” অ্যান্টিগার সঙ্গে ভারতের এখনও পর্যন্ত কোনও বন্দি প্রত্যর্পণের চুক্তি নেই। সেই সুবিধা কাজে লাগাতেই অ্যান্টিগার নাগরিকত্ব নেন চোকসি। কিন্তু ডোমিনিকায় কোনও দেশ থেকে পলাতককে প্রত্যর্পণের আইন রয়েছে। তার ভিত্তিতেই মেহুল চোকসিকে ভারতে ফেরানোর চেষ্টা চলছে।
গত রবিবার ২৩ মে বিকেল ৫.১৫ নাগাদ মেহুল চোকসিকে তার বাড়ি থেকে গাড়িতে বেরোতে দেখা গিয়েছে। তার পর থেকেই চোকসির আরও কোনও খেঁজ মিলছে না। অ্যান্টিগা পুলিশ মেহুল চোকসির খোঁজে তল্লাশি চালাচ্ছে। এব্যাপারে অ্যান্টিগার প্রধানমন্ত্রী (Prime Minister) গ্যাস্টন ব্রাউন (Gastone Brown) জানিয়েছেন, প্রশাসনের তরফেও মেহুল চোকসির খোঁজে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। মেহুল চোকসির ব্যাপারে কোনও খবর পেলে পুলিশকে জানাতে বলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, অ্যান্টিগা থেকে পালিয়ে কিউবায় গিয়ে আশ্রয় নিতে পারে মেহুল চোকসি। কিউবায় তার নিজস্ব কিছু সম্পত্তি রয়েছে। এবার ডোমিনিকায় তার সন্ধান পাওয়া গেল।
The post নায়কীয় গ্রেফতারি, টালবাহানার পর পুলিশের জালে মেহুল চোকসি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wBmE5r
No comments:
Post a Comment