রিয়ালে কোচিং জমানার দ্বিতীয় ইনিংসে ইতি টানলেন জিদান - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 27, 2021

রিয়ালে কোচিং জমানার দ্বিতীয় ইনিংসে ইতি টানলেন জিদান

মাদ্রিদ: জল্পনা বদল হল না। আরও একবার রিয়াল মাদ্রিদের(Real Madrid) কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন জিনেদিন জিদান(Zinedine Zidane)। লিগ শেষ হওয়ার আগে থেকেই যে কানাঘুষোটা শোনা যাচ্ছিল, বুধের সকালে সেটাই সত্যি হল। লিগ শেষ হওয়ার পর রিয়ালে তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করতে দিনকয়েকের সময় নিয়েছিলেন ‘জিজৌ’। আর বুধের সকালে রিয়াল ম্যানেজমেন্টকে ফরাসি কোচ জানিয়ে দিলেন তিন আর থাকছেন না।

ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো(Fabrizio Romano) এই খবর নিশ্চিত করেছেন। খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণাও হয়ে যাবে। রবিবার অ্যাটলেটিকোর(Atletico Madrid) কাছে খেতাব হাতছাড়া হওয়ার পরেই দেওয়াল লিখনটা অনেকটা পড়া যাচ্ছিল। বুধবার সেটা স্পষ্ট হল। শেষ ম্যাচে ভিলারিয়ালকে(Villareal) ২-১ গোলে হারানোর পরেও খেতাব দৌড়ে পিছিয়ে পড়ায় হতাশ ছিলেন জিদান। তবে মেয়াদ শেষ হওয়ার আগে জিদান যে মাদ্রিদ ছাড়ছেন, এমন রিপোর্ট স্প্যানিশ সংবাদমাধ্যম গুলোয় প্রকাশিত হয়েছিল বেশ কয়েকদিন আগেই। এমনকি জিদান নাকি ফুটবলারদের তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলেও রিপোর্টে প্রকাশ পেয়েছিল।

কিন্তু লিগ শেষ হওয়ার আগে এসব রিপোর্টকে মোটেই পাত্তা দিতে চাননি রিয়ালের হটসিটে তিনবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী কোচ। তিনি বলেছিলেন, ‘আমরা এখন লিগের জন্য লড়াই করছি। কীভাবে এমন কথা আমি ছেলেদের এখন বলতে পারি?’ কিন্তু বুধবার জিদান তাঁর সিদ্ধান্ত জানানোর পর বলাই যায় রিপোর্টগুলো নেহাত অমূলক ছিল না। মাসিমিলিয়ানো অ্যালেগ্রি(Massimiliano Allegri) এবং রিজার্ভ দলের কোচ রাউল গঞ্জালেসের(Raul Gonzales) নাম জিদানের বিকল্প হিসেবে প্রবলভাবে ভাসছে। ২০১৮ পর ২০২১, এই নিয়ে দ্বিতীয়বার রিয়ালের দায়িত্ব ছাড়লেন ক্লাবের প্রাক্তন ফুটবলার জিদান।

তবে ২০১৮-তে ছেড়েছিলেন শীর্ষে থেকে। এবার ছাড়লেন খানিক হতাশা নিয়েই। প্রথম ইনিংসের মত রিয়ালে কোচিং জমানার দ্বিতীয় ইনিংস খুব একটা সুখের হল না জিদানের। গতবছর লকডাউন পরবর্তীতে রিয়াল দুর্দান্ত প্রত্যাবর্তন করে লা লিগা ছিনিয়ে নিয়েছিল। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও জিতেছিল। কিন্তু সদ্য-সমাপ্ত মরশুমে ট্রফিহীন রইল তারা। ২০০৯-১০ পর এই প্রথমবার। অথচ প্রথম ইনিংসে (২০১৬-১৮) দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়নস লিগ(UCL) জয়ের হ্যাটট্রিক, ২০১৭ লা লিগা(La Liga), ক্লাব ওয়ার্ল্ড(FIFA Club World Cup) কাপে রিয়ালের ট্রফি ক্যাবিনেট ভরিয়ে দিয়েছিলেন জিদান। আপাতত জিদানের সরে দাঁড়ানোর খবরটি অফিসিয়াল ঘোষণার অপেক্ষা।

The post রিয়ালে কোচিং জমানার দ্বিতীয় ইনিংসে ইতি টানলেন জিদান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fMaos1

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages