
স্টাফ রিপোর্টার, কলকাতা : স্বাভাবিকের নিচেই রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে মেঘলা আকাশ। শহরে থাকছে বৃষ্টির পূর্বাভাসও। খুব বেশি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার কলকাতার (kolkata) সর্বনিম্ন (minimum) তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস(celcius), যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের (normal) থেকে পাঁচ ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। বৃষ্টি (rain)হয়েছে ৩২.৭ মিলিমিটার। গতকাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল ২৬.৯ মিলিমিটার।
বৃষ্টির জেরে কম ছিল বুধবারের তাপমাত্রা (temperature)। ওই দিনের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৯ শতাংশ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।
এদিকে যার জেরে এই মেঘলা আকাশ বৃষ্টি সেই ঘূর্ণিঝড় ইয়াস শক্তি হারিয়েছে। সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে শুরু হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবার সকালে পরিণত হয়েছিল সাইক্লোন ইয়াস-এ। তার পর থেকে ক্রমশ শক্তি বাড়িয়েছে ইয়াস। বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ ওডিশার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। পূর্বাভাসের অনেক আগেই ল্যান্ডফল করে ইয়াস। বাংলার গা ঘেঁষে বেরিয়ে সাইক্লোন আছড়ে পড়ে ওডিশা উপকূলে।
বুধবার দিন সকাল থেকেই ঝড়ের দাপটে তছনছ হয়ে যায় ওডিশার উপকূলবর্তী এলাকা। সমুদ্রের ধারে দোকানপাট ভেঙেচুরে গিয়েছে। দুপুরে ল্যান্ডফল শেষ হওয়ার পর হাওয়ার বেগ ক্রমশ কমতে থাকে। কিন্তু সন্ধে হতেই আবার ঝড়ো হাওয়া আতঙ্ক ছড়ায় উপকূলে। তার চেয়েও বেশি ভয় দেখিয়েছে রাত ৯টার ভরা কোটাল।
বুধবার রাত পর্যন্ত চলেছিল ইয়াসের দাপট। তারপর ধীরে ধীরে গতি ক্রমশ কমতে শুরু করে। উল্লেখ্য, বুধবার স্থলভাগের কাছে যত এগিয়েছে ঝড় বাংলা থেকে অবস্থান পাল্টেছে তত গতিও কমিয়েছে। সার্বিকভাবেও পরিস্থিতিটা একই। আমফানের গতির ধারেকাছেও ছিল না ইয়াসের গতি। থেমেছে ১৩০ থেকে ১৪০ এর মধ্যে।
আমফান ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতি ছিল ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। গড় গতিবেগ ছিল ১৬০ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহতেও৷
The post ইয়াসের জেরে শহরে মেঘে ঢাকা আকাশ, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34o1Zpn
No comments:
Post a Comment