টিভির পর্দায় সলকে মুগ্ধ করলেও মানুষের রায়ে ডাঁহা ফেল পার্নো - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 3, 2021

টিভির পর্দায় সলকে মুগ্ধ করলেও মানুষের রায়ে ডাঁহা ফেল পার্নো

Image source : twitter

অভিনয় জগতের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করলেও একুশের বিধানসভা রাজনীতির মধ্যে দিয়ে নিজের কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী পার্নো মিত্র।

বরাবরই নিজের নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গেছে অভিনেত্রীকে। প্রথমে অবশ্য তাঁকে প্রার্থী করা নিয়ে বিক্ষোভ দেখা গেছে দলের অন্দরে। সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের দুঃখ দুর্দশা দূরীকরণের আশ্বাসও দিয়েছিলেন তিনি তবে সাধারণ মানুষ কি আছে তার সঙ্গে?

তবে এতকিছুর পরেও হলনা শেষরক্ষা। হেরে গেলেন পার্নো। যদিও এমনটা যে হবে তা সকলে আন্দাজ করতেই পারছিলেন কিন্তু নিজের জয় নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন অভিনেত্রী।

The post টিভির পর্দায় সলকে মুগ্ধ করলেও মানুষের রায়ে ডাঁহা ফেল পার্নো appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/3tdNb71

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages