
বাংলার রায় বলছে রাজ্যে আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই মনে পড়ে যাচ্ছে বিজেপি নেতাদের চোখা চোখা ভাষণ। একুশের বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদির ব্রিগেডে যোগ দিয়েছিলেন বাংলার দাদা মিঠুন চক্রবর্তী। চোখা চোখা ডায়লগ দিয়ে কুড়িয়েছিলেন হাততালি। ‘জাত গোখরো’ বলে নিজেকে পরিচয় দিয়ে ‘এক ছোবলে ছবি’ করে দেওয়ার কথাও বলেছিলেন তবে সেসব যে নেহাতই কথার কথা তা পরিষ্কার। ভোটের ময়দানে বিজেপিই যে ছবি হয়ে গেল তা একপ্রকার পরিষ্কার।
ভোটের আগে নির্বাচনী প্রচারে সারা রাজ্যে ঘুরে বেড়িয়েছেন মিঠুন। বিজেপি নেতাদের সাথে জনসমাবেশ, রোড শো সবকিছুই করেছেন তবে আপাতত সেইসমস্ত লম্বা চওড়া ভাষণে কোন কাজ হয়নি। রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে তাকে।
ফলে আপাতত নেটিজেনদের কাছে আরো একবার হাসির খোরাক হয়ে গেলেন। নানারকম মিম, ট্রোল হচ্ছে অভিনেতাকে ঘিরে তবে বিজেপির এই ফলাফলকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন বিজেপি নেতারা।
The post চোখা চোখা ডায়লগই সার, বিজেপির গড় কিছুতেই বাঁচাতে পারলেন না মহাগুরু appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/338ULVJ
No comments:
Post a Comment