করোনা সংক্রমিত হয়েও রেহাই নেই, কোভিড হাসপাতালে লালসার শিকার মহিলা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 3, 2021

করোনা সংক্রমিত হয়েও রেহাই নেই, কোভিড হাসপাতালে লালসার শিকার মহিলা

কটক : করোনায় আক্রান্ত হয়েও রেহাই নেই। খোদ কোভিড হাসপাতালে ওয়ার্ডের ভিতর যুবকের লালসার শিকার করোনা সংক্রমিত মহিলা। অভিযুক্ত যুবক নিজেও করোনা আক্রান্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার নুয়াপদ জেলার একটি করোনা হাসপাতালে।

ওই হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে গত ২৬ এপ্রিল ভরতি হন নির্যাতিত ওই মহিলা। একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই ভরতি ছিলেন অভিযুক্ত যুবক।

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই কু-দৃষ্টিতে তাঁর দিকে তাকাতো ওই যুবক। নানা অছিলায় তাঁর শরীর ছোঁয়ার চেষ্টাও করেছে সে। এরপর তিনি চিৎকার করে হাসপাতালের অন্য রোগীদের জড়ো করলে চুপ হয়ে যায় অভিযুক্ত যুবক।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত যুবকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই মহিলায়। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে মহিলাদের হেনস্তা করার অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৫৪, ৩৫৪(এ) এবং ২৭০ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন।

যদিও অভিযুক্ত যুবককে এখনই নিজেদের হেপাজতে নেয়নি পুলিশ। জানা গিয়েছে, ওই যুবকের শরীরে এখনও করোনার সংক্রমণ রয়েছে। যতদিন না পর্যন্ত তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে ততদিন তাকে পর্যবেক্ষনে রাখা হবে। তবে হাসপাতালের তরফে অভিযুক্তকে ইতিমধ্যে অন্য কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ধাক্কায় রীতিমতো বেসামাল গোটাদেশ। বিদ্যুৎগতিতে বাড়ছে সংক্রমণের দাপট। অব্যাহত মৃত্যু মিছিল৷ এই অবস্থায় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে একাধিক রাজ্যে জারি হয়েছে দফায় দফায় লকডাউন। এবার সেই পথে হাঁটল নবীন পট্টনায়েকের সরকার।

রবিবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা সংক্রমণ। ব্যাতিক্রম নয় ওড়িশাও। এই অবস্থায় মারণ ব্যাধির শৃঙ্খল ভাঙতে অন্যান্য রাজ্যের মতোই এবার লকডাউন শুরু হচ্ছে ওড়িশাতেও।

সরকারি সূত্রে খবর, আগামী ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত ১৪ দিনের লকডাউন জারি হচ্ছে ওড়িশাতে। সারা ওড়িশাজুড়েই এই নিয়ম লাগু থাকবে। তবে লকডাউনের আওতায় কী কী পড়ছে আর কী পড়ছে না সেই বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, গত চব্বিশ ঘন্টায় ওড়িশায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ৮,০১৫ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। তবে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ৫,৬৩৪ জন। এছাড়াও এখনও পর্যন্ত ১,০১,৮০,৬৭৮ জনের নমুণা পরীক্ষা করা হয়েছে।

যদিও গত ২৫ এপ্রিল ওড়িশা সরকারের তরফে ১৮ থেকে ৪৪ বছর বয়সী সকল নাগরিকদের টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

The post করোনা সংক্রমিত হয়েও রেহাই নেই, কোভিড হাসপাতালে লালসার শিকার মহিলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SoDBBp

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages