
কলকাতা: করোনা মহামারীর গ্রাসে গোটা বিশ্ব। এদেশেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে করোনা। একইভাবে বাংলাতেও করোনার সংক্রমণ এড়াতে জারি কার্যত লকডাউন। এই পরিস্থিতিতেই দিন কয়েক আগে রাজ্যের দক্ষিণের একাংশ এবং পড়শি ওডিশার (Odisha) উপকূলীয় অঞ্চল মারাত্মক রকম ক্ষতিগ্রস্থ ইয়াস ( Yaas) ঝড়ের তাণ্ডবে। সব মিলিয়ে মন ভালো নেই অভিনেত্রী ও সাংসদ নুসরতের (Nusrat Jahaan)।
কাঁধে প্রচুর দায়িত্ব, এই তো কয়েকদিন আগেই অভিনেত্রীর কেন্দ্র বসিরহাটের (Basirhat) ভ্যাবলা পলিটিক্যাল কলেজে স্বল্প উপসর্গ যুক্ত কোভিড (Covid)আক্রান্তদের জন্য সেফ হোম খুলে দিয়েছিলেন তিনি। এই বিনামূল্যের সেফহোমে কমিউনিটি কিচেনও আছে।তবে যাই হোক বাড়িতে এরই মধ্যে নানান ছোটখাটো কাজের মধ্যে দিয়ে নিজের মনকে পজেটিভ রাখছেন তিনি।
নিজের অনুরাগীদের সঙ্গে তিনি প্রায়শই ভাগ করে নিয়ে থাকেন তার দুষ্টু মিষ্টি আবার কখনো হট এন্ড বোল্ড ফটোশুট (Photo shoot) এর নানান ছবি। মায়াবী চাওনি, ছিপছিপে শরীরে সোস্যাল সাইটে (Social )হামেশাই উষ্ণতা ছড়িয়ে থাকেন অভিনেত্রী ও সাংসদ। তবে তাকে নিয়ে আজকের খবর কোন ফটোশুটের নয়।
নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে মাঝেমধ্যেই অভিনেতা এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া ‘যশে’র (Yash) নাম ট্যাগ (Tag) করা থাকে। নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে ( Instagram stories ) আবারো জ্বলজ্বল করে উঠলো যশের নাম। তবে তারও আগে অভিনেত্রী শেয়ার করলেন একটি গভীর দার্শনিক পোস্ট। যেখানে প্রেম এবং প্রেম থেকে পাওয়া আঘাতের কথা বলা রয়েছে। এই পোস্টে লেখা আছে,’ সব সময় কেউ না কেউ থাকে যে ভালোবাসার নামে তোমায় আঘাত করবে। অন্যদিকে এমনও কেউ থাকবে যে তোমার ক্ষতগুলোকে সারিয়ে তুলবে ভালোবাসারই নামে।’
নুসরত এবং নিখিলের মধ্যে তৈরি হওয়া দুরত্বের কথা সবারই জানা। দীর্ঘদিন ধরেই তারা একসঙ্গে থাকছেন না। অফিশিয়ালি বিবাহবিচ্ছেদ না হলেও ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এ কথা শোনা যায় যশের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের জেরেই নাকি আপাতত আলাদা নুসরত এবং নিখিল। প্রকাশ্যে দুজনের মধ্যে কেউই এই সম্পর্কের কথা স্বীকার না করলেও নুসরতের ছোটখাটো নানান পোস্টে নেটিজেনরা মনে করছেন, নুসরত এবং যশের মধ্যে যে প্রেমের গুঞ্জন এর কথা শোনা যায় তা আসলে সত্যি। তবে কি এই পোষ্টের মাধ্যমে নুসরত নিখিলকে কোন ভাবে কটাক্ষ করতে চাইলেন।
অদ্ভুতভাবে এই ইনস্টাগ্রাম স্টোরির পরবর্তীটাতেই নুসরত শেয়ার করেছেন তাকে কোন গানটা মাঝেমধ্যেই বিনোদন করে থাকে। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং যশের টোটাল দাদাগিরি (Total Dadagiri) ছবির ‘মন’ (Mon) গানটি মাঝেমধ্যেই শুনে থাকেন নুসরত বিনোদনের জন্য। অবশ্য সেই সময় গানটি চলছিল রেডিওতে। তাহলে কি নুসরতের মনের আঘাতের ক্ষত সারিয়ে তুলছেন যশই!!
The post তবে কি এবার প্রকাশ্যে নুসরত-নিখিলের কলহ? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34tZNNm
No comments:
Post a Comment