
ওয়াশিংটন: ক্রমেই মজবুত হচ্ছে ভারত-মার্কিন সম্পর্ক। হোয়াইট হাউসে (White House) পালাবদলের পর করোনা পরিস্থিতি সহ একাধিক বিষয় নিয়ে প্রথমবার এক সপ্তাহের জন্যে মার্কিন সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শুক্রবার, তিনি আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের (Antony Blinken) সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাতে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। পাশাপাশি এই বৈঠকের পর ভারতে করোনার টিকা (Corona Vaccine) তৈরির কাঁচামাল রফতানির নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে অ্যাস্ট্রাজেনেকা অতিরিক্ত ২০ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ বানাতে পারবে।
বৈঠক শেষে অ্যান্টনি ব্লিংকেন (Antony Blinken) জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করছে। যারফলে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তিনি আরোও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই সম্পর্ক আরোও সুদৃঢ় হবে। মার্কিন বিদেশমন্ত্রী আরোও বলেন, করোনার প্রথম ঢেউয়ে ভারত যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে তা কখনও ভুলে যাওয়ার নয়। সুতরাং ভারতের কঠিন পরিস্থিতিতে আমরা সবরকম সহায়তা করবো।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জানিয়েছেন, গত কয়েক বছরে ভারত ও আমেরিকার সম্পর্ক যথেষ্ট উন্নত হয়েছে। এই সম্পর্ক যাতে আরো মজবুত করা যায় আমরা সেই চেষ্টাই করবো। করোনা সংকটে (Corona crisis) যখন ধুঁকছে দেশ তখন ভারতে দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে আমরা মার্কিন প্রশাসনের কাছে কৃতজ্ঞ থাকবো।
মঙ্গলবার রাষ্ট্রসংঘের (UN) মহাসচিবের সঙ্গে সাক্ষাতের পর বুধবার পৃথকভাবে বৈঠক সারেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান (US National Security Advisor Jake Sullivan) ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর অ্যাভ্রিল হেইনস, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকসের সঙ্গে। ভ্যাকসিন উৎপাদন, দ্বিপাক্ষিক বাণিজ্য, কোয়াড (Quad), ইন্দো-প্যাসিফিক (Indo Pasefic Region) এলাকায় শান্তিস্থাপন এবং আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার-একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে বৈঠকে আলোচিত বিষয়গুলি টুইট করে জানান বিদেশমন্ত্রী (EMA) এস জয়শংকর ( S Jaishankar)। উল্লেখ্য, জো বাইডেন ক্ষমতায় আসার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এটাই প্রথম মার্কিন সফর।
The post বাইডেন আমলে আরও মজবুত হবে ভারত-মার্কিন সম্পর্ক, বললেন মার্কিন বিদেশমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3yLjoqa
No comments:
Post a Comment