ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নোটিফিকেশন ধর্মনিরপেক্ষ ভারতে - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 29, 2021

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নোটিফিকেশন ধর্মনিরপেক্ষ ভারতে

নয়াদিল্লি: বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে আরও এক কদম এগিয়ে এলো কেন্দ্র সরকার। ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য প্রতিবেশি মুসলিম প্রধান দেশ আফগানিস্থান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের কাছে আবেদন পত্র চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।

যেহেতু নাগরিকত্ব সংশোধনী আইন(Citizenship Amendment Act) লাগু হয়নি, তাই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী জারি করা হয়েছে এই নোটিফিকেশন। এবং নোটিফিকেশনে বলা হয়েছে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা ও ছত্তিসগড়ে বসবাসকারী বিভিন্ন দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিষ্টান ধর্মাবলম্বী শরণার্থীরা ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারবেন। এতদিন তাঁদের বিশেষ অনুমতি নিয়ে অথবা ভিসার মেয়াদ বাড়িয়ে ভারতে থাকতে হতো।

বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, প্রতিবেশি দেশগুলিতে সংখ্যালঘুরা অত্যাচারিত ও নিপীড়িত হন। তারা ভারতে আসতে চান। যদিও ভারত ভাগের পর থেকে এই সব সংখ্যালঘু পরিবার স্বেচ্ছায় নগরিকত্ব নিয়েছিলেন প্রতিবেশি দেশগুলিতে।

নোটিফিকেশনে বলা আছে আফগানিস্থান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক ও খৃষ্টান সংখ্যালঘুরা নাগিরকত্বের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাঁদের সব নথিপত্র খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট এলাকার প্রশাসন কর্মকর্তারা।

যদিও ভারতে এখনও নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) লাগু হয়নি। বিতর্কিত এই ইস্যুতে দেশে বারবার বিক্ষোভ হয়েছে। এভাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের পদক্ষেপ দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে আঘাত করছে বলে সরকারের বিরুদ্ধে পাল্টা জনমত গড়ে উঠেছে।

নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে বিপক্ষে চলছে আলোচনা। বিভিন্ন দেশে সংখ্যালঘু অ-মুসলিমদের রক্ষায় সরকার ততপর হওয়ায় বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কেন্দ্রে বিজেপি নেতৃত্বে চলা এনডিএ বরাবরই হিন্দুত্বপন্থী।

এর ফলে মুসলিম সংগঠনগুলি তীব্র ক্ষোভ দেখায়। দিল্লির শাহীনবাগের দীর্ঘ বিক্ষোভ সমাবেশ বারবার বিতর্কিত মোড় নিয়েছে। সরকারের বিরুদ্ধে এই জনমত বিশ্বজোড়া আলোচনার কেন্দ্রে এসেছে।

নোটিফিকেশন অনুযায়ী, গুজরাটের মোরবি, রাজকোট, পাটন, ভাদোদরা; ছত্তিসগড়ের দুর্গ এবং বলোদাবাজার রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বাঢ়মেড়এবং সিরোহি; হরিয়ানার ফরিদাবাদ ও পাঞ্জাবের জলন্ধরে বসবাসকারী বিভিন্ন দেশের সংখ্যালঘু শরণার্থীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

The post ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নোটিফিকেশন ধর্মনিরপেক্ষ ভারতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fyg8a9

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages