এবার ‘ওয়ার্ক ফর্ম হোম’ করবেন থানার ওসিরাও - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 30, 2021

এবার ‘ওয়ার্ক ফর্ম হোম’ করবেন থানার ওসিরাও

স্টাফ রিপোর্টার, কলকাতা: করোনাকালে (coronavirus) চালু হয়েছে ‘ওয়ার্ক ফর্ম হোম’ (work form home) ৷ লকডাউনে বেসরকারি অফিসের পাশাপাশি সরকারি অফিসেও অনেকেই বাড়ি থেকে কাজ করছেন৷ এবার পুলিশরাও সেই দলে নাম লেখালেন৷

শনিবার সব থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।সূত্রের খবর, ওই বৈঠকেই তিনি তাঁদের ‘ওয়ার্ক ফর্ম হোম’ করার কথা বলেন। তবে প্রতিদিন নয়৷ সপ্তাহে একটি দিনই বাড়ি থেকে কাজ করতে পারবেন তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে, বাড়ি থেকে পুলিশ কী ভাবে কাজ করবে? যদিও কমিশনারের মত, এক্ষেত্রে কোনও অসুবিধা হবে না৷

মহামারী কবলিত শহরে সাধ্যমতো মানুষের সেবায় এগিয়ে আসছেন পুলিশকর্মীরা। সম্প্রতি, পথশিশুদের দুধ খাওয়ানোর একটি ভিডিয়ো ফেসবুকে শেয়ার করে লালবাজার। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। মানবিক এই ভিডিয়ো দেখে কলকাতা পুলিশকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই লকডাউনের (Lockdown) মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। আগামী ১৫ জুন পর্যন্ত বাংলায় কড়া বিধিনিষেধ জারি থাকবে। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে,  লকডাউনের সুফল মিলতে শুরু করেছে৷ শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ১১ হাজারে নেমেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ৷

শনিবার স্বাস্থ্য পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪১ জন। কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা গত একদিনে ১ হাজার ৭৩৫ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ০২ হাজার ৩৯৮ জন।

এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৮ হাজার ৭৭৪ জন। ফলে বাংলার মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হল ১২ লক্ষ ৩৭ হাজার ২৯০ জন। এদিন রাজ্যের সুস্থতার হার ৯১.৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। যার মধ্যে কলকাতার বাসিন্দা ৪৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

The post এবার ‘ওয়ার্ক ফর্ম হোম’ করবেন থানার ওসিরাও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vytZTr

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages