
পোর্তো: মাত্র ২৭৯ দিন আগের ঘটনা। বায়ার্নের(Bayern Munich) দাপটে হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে হাতছাড়া হয়েছিল ট্রফিটা। এরপর বছরের শেষে তো পিএসজি(PSG) ছেঁটেই ফেলল তাদের ইউরোপ সেরার ফাইনালে তোলা কোচকে। জানুয়ারিতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের(Frank Lampard) জুতোয় পা গলিয়ে চেলসির(Chelsea) হটসিটে বসার পর থেকেই তাই জেদটাকে ভেতর ভেতর পুষছিলেন থমাস টাচেল(Thomas Tuchel)। যার ফলশ্রুতি শনিবার চেলসি কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়। বছর ঘুরতে না ঘুরতেই ভুল শুধরে অন্য দলের দায়িত্ব নিয়ে ইউরোপ সেরার শিরোপা। ‘ব্লুজ’-দের হেডস্যার হয়ে যেন ম্যাজিক করে গেলেন জার্মান কোচ।
শেষ বাঁশি বাজতেই বেঞ্চের দিকে দুই মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে দিলেন। এরপর জয়ের উচ্ছ্বাসে মিশে গেলেন ছেলেদের ভিড়ে। বহুদিন পর হয়তো পরম শান্তিতে দু’চোখের পাতা এক করবেন টাচেল। তার আগে তৃপ্তির ঢেকুর তুলে চেলসির খেতাবজয়ী জার্মান কোচ বলছেন, ‘সবার সঙ্গে এই জয় ভাগ করে নিতে পারা এক অসাধারণ অনুভূতি। দুর্ধর্ষ লড়াই। দুরন্ত খেতাব।’
৩৯ মিনিটে রক্ষণের সবচেয়ে অভিজ্ঞ সৈন্য থিয়াগো সিলভা(Thiago Silva) চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। তবুও এতটুকু ঘাবড়ায়নি দল। মেগা ফাইনালেরর আগে কী মন্ত্র দিয়েছিলেন ছেলেদের কানে? উত্তরে টাচেল জানালেন, ‘আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা ম্যান সিটি(Manchester City) ফুটবলারদের পায়ে বেড়ি হতে চেয়েছিলাম। সকলকে খোলস ছেড়ে বেরনোর বার্তা দিয়েছিলাম। আমাদের বল পজেশন ভালো ছিল। বিপজ্জনক প্রতি-আক্রমণ থেকে বেশ কিছু সুযোগও তৈরি করেছি।’
চুক্তি অনুযায়ী অন্তত আরও একবছর থাকছেন স্ট্যামফোর্ড ব্রিজে(Stamford Bridge)। পরবর্তী মরশুম নিয়ে কী চিন্তাভাবনা? উত্তরে টাচেল জানিয়েছেন, ‘উচ্চতা আমরা নিজেরাই তৈরি করে নিলাম। ফলত সেলিব্রেশন শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে হজম করে ফেলতে। তবে এই মুহূর্তকে আবর্তিত করেই পরবর্তী পদক্ষেপ স্থির করব আমরা এবং অবশ্যই এই অভিজ্ঞতাকে কাজে লাগাব।’
ন’বছর আগে চেলসি প্রথম যখন ইউরোপ সেরা হয়েছিল, তখন ভিয়াস বোয়াসের(André Villas-Boas) পরিবর্তে মাঝপথে দায়িত্ব নিয়ে চমক দিয়েছিলেন রবার্তো দি মাত্তেও(Roberto Di Matteo)। ল্যাম্পার্ড সরে যাওয়ার পর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল টাচেলের হাত ধরে। পোর্তোর(Porto) ফাইনালে কাই হ্যাভার্তজের(Kai Havertz) গোলে সিটিকে হারিয়ে ২০১১-১২ পর ফের ইউরোপের সিংহাসনে ‘দ্য ব্লুজ'(The Blues)।
The post ম্যান সিটির পায়ে বেড়ি হতে চেয়েছিলাম, শিরোপা জিতে বললেন টাচেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ftT9Nf
No comments:
Post a Comment