
জনপ্রিয় মডেল প্রিয়াঙ্কা ত্যাগী ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই আপলোড করেন নতুন নতুন ছবি এবং ভিডিও। দীর্ঘদিন ধরেই মডেলিং কেরিয়ারের সঙ্গে যুক্ত থাকার সুবাদে প্রিয়াঙ্কা নেটিজেনদের মধ্যে যে জনপ্রিয় হয়ে উঠেছেন সে কথা বলার অপেক্ষা রাখেনা।
পেশার খাতিরেই তিনি আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি ইনস্টাগ্রামে। যেগুলি তাঁর ফ্যানদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। যেমন সম্প্রতি আরো একবার ভাইরাল হলেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি প্রিয়াঙ্কা আপলোড করলেন নতুন একটি ভিডিও যেখানে এক ব্যক্তি ক্রমাগত একের পর এক ঘুষি মেরে যাচ্ছে তার পেটে। প্রথমটায় হকচকিয়ে গেছিল সকলেই। তবে না আসল বিষয়টি হল উক্ত ব্যক্তি আসলে প্রিয়াঙ্কার ফিটন্স ট্রেনার। ভিডিওটি আপলোড করে নিজেকে ফিট রাখার সেই দিন গুলিকে মিস করছেন বলেও জানান প্রিয়াঙ্কা।
The post মডেল প্রিয়াঙ্কা ত্যাগীর পেটে একের পর এক ঘুষি, দেখে চমকে উঠলেন নেটিজেনরা appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3p4tz4F
No comments:
Post a Comment