
জনপ্রিয় অভিনেত্রী মোনালিসাকে কে না চেনে? ভোজপুরী ইন্ডাস্ট্রি থেকে অভিনয় শুরু করলেও ধীরে ধীরে বাংলা এবং বলিউডেও কাজ করেছেন মোনালিসা। বাংলায় মানুষ তাঁকে চেনে ঝুমা বৌদি নামে।
বলিউডেও মেগা সিরিয়ালে একের পর এক চরিত্রে মানুষের কাছে ভালোবাসা আদায় করেছেন মোনালিসা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণভাবে সক্রিয়। আর সেখানে মাঝেমধ্যেই আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি। চার মিলিয়নেরও বেশি ভক্ত নিয়ে মোনালিসার ইন্সটা হ্যান্ডেলে মাঝেমধ্যেই ভেসে ওঠে নিত্যনতুন ছবি এবং ভিডিও।
সম্প্রতি আরো একবার মিনিস্কার্টে মোহময়ী অবতারে ঝড় তুললেন মোনালিসা। আপলোড করলেন একাধিক ছবি। ক্যাপশনে লিখলেন, ‘হয়তো আমি পারফেক্ট নই, কিন্তু আমি আমিই’।
The post “হয়তো আমি পারফেক্ট নই, কিন্তু আমি আমিই”, সোশ্যাল মিডিয়ায় লিখলেন ঝুমা বৌদি appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3c2Gm2o
No comments:
Post a Comment