
দানেস্ক: ইউরোপা লিগে তাঁর প্রশ্নাতীত সাফল্যের কারণে ফুটবল অনুরাগীরা ইউরোপা লিগকে ‘উনাই এমেরি লিগ’ বলেও ডেকে থাকেন। সেভিয়ার(Sevilla) কোচ হিসেবে ২০১৩-২০১৬ টানা তিনবার এই টুর্নামেন্ট জেতা এমেরিই(Unai Emery) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের(Man Utd) অন্যতম প্রতিপক্ষ ছিলেন বুধবাসরীয় ইউরোপা লিগ ফাইনালে(Europa League Final)। আর আশঙ্কাই সত্যি হল ম্যান ইউ ফ্যানেদের। ইউরোপা লিগ ফাইনালে উনাই এমেরি বাধা অতিক্রম করতে ব্যর্থ হল লাল ম্যাঞ্চেস্টার।
রুদ্ধশ্বাস ম্যাচে সাডেন ডেথে ভিলারিয়ালের(Villareal) কাছে পরাজিত হল তারা। অন্যদিকে ২২ শটের থ্রিলার পেনাল্টি শুট-আউট জিতে প্রথম ইউরোপিয়ান মেজর ঘরে তুলল ভিলারিয়াল। টাইব্রেকার এবং সাডেন ডেথ মিলিয়ে নেওয়া ১১টি শটের প্রত্যেকটি এদিন তেকাঠিতে রাখলেন ভিলারিয়াল ফুটবলাররা। আর ইউনাইটেডের হয়ে গোল মিস করে ‘খলনায়ক’ দি গিয়া(De Gea)। পোল্যান্ডের দানেস্কে মেগা ফাইনাল হেরে ইউনাইটেড কোচ হিসেবে মেজর ট্রফি জয় অধরাই রইল ওলে সোল্কজায়েরের(Ole Gunnar Solskjaer)।
দুর্দান্ত রক্ষণ সংগঠিত করে গোটা ম্যাচে এদিন ফুটবল খেলে স্পেনের ক্লাবটি। প্রথমার্ধে তাদের রক্ষণ ভেদ করে যেন মাছি গলার উপায় ছিল না। ফলত কোনও ক্লিয়ার-কাট সুযোগ ম্যান ইউ প্রথমার্ধে তো পায়ইনি, উলটে খেলার গতির বিরুদ্ধে গোল করে এগিয়ে যায় ভিলারিয়াল। দানি পারেজোর(Dani Parejo) ঠিকানা লেখা ফ্রি-কিক থেকে ইউনাইটেড রক্ষণকে বোকা বানিয়ে গোল করে যান জেরার্ড মোরেনো(Gerard Moreno)। মেগা ফাইনালে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেনের ক্লাবটি।
তবে দ্বিতীয়ার্ধে দশ মিনিটেই সমতা ফেরান এডিনসন কাভানি(Edinson Cavani)। মার্কাস রাশফোর্ডের(Marcus Rashford) দূরপাল্লার শট ভিলারিয়াল রক্ষণে পায়ের জঙ্গলে প্রতিহত হলে ফিরতি বল জালে ঠেলেন সুযোগ-সন্ধানী ঊরুগুয়ে স্ট্রাইকার। ৭০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের(Bruno Fernandes) ডানপ্রান্তিক ক্রস থেকে ক্ষমার অযোগ্য মিস করেন রাশফোর্ড। বাকি সময়টা আবারও দুরন্ত রক্ষণ সামলে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় এমেরির ছেলেরা। সেখানেও দুই অর্ধে কোনও গোল না হওয়ায় নিষ্ফলা ম্যাচ গড়ায় টাই-ভাঙায়।
টাইব্রেকারে প্রথম পাঁচটি করে শটের পর সাডেন ডেথের পাঁচটি শট। অর্থাৎ, ২০টি শটের পরেও আলাদা করা যায়নি দুই দলকে। মাতা, টেলেস, ব্রুনো, রাশফোর্ড, কাভানিরা যেমন নিশানায় অব্যর্থ থাকেন ঠিক তেমনই মোরেনো, আলকাসের, পারেজোরা কোনও ভুলচুক করেননি। এরপর ১১তম শট নিতে গিয়ে ডাক পড়ে দু’দলের গোলরক্ষকের। ভিলারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি(Geronimo Rulli) তেকাঠিতে বল রাখলেও নার্ভ ধরে রাখতে ব্যর্থ হন ইউনাইটেড গোলরক্ষক দি গিয়া(De Gea)।
নিজে গোল করে এবং ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষকের শট রুখে দিয়ে শেষ মুহূর্তে নায়ক বনে যান রুলি। সেইসঙ্গে ১১-১০ ব্যবধানে পেনাল্টি শুট-আউট জিতে প্রথম ইউরোপিয়ান ট্রফি ক্যাবিনেটে তোলে ভিলারিয়াল।
The post ‘খলনায়ক’ গিয়া, শুট-আউটে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জয় ভিলারিয়ালের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3vrLPr8
No comments:
Post a Comment