২৬ মে’র চন্দ্রগ্রহণ কেন এতটা গুরুত্বপূর্ণ…কোথায় যাবে দেখা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 26, 2021

২৬ মে’র চন্দ্রগ্রহণ কেন এতটা গুরুত্বপূর্ণ…কোথায় যাবে দেখা

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে ২৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার। এটি পূর্ণ চন্দ্রগ্রহণ (lunar eclipse) হবে বলে জানা গেছে।

এই চন্দ্রগ্রহণটি পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকায় দেখা যাবে।

এছাড়াও আটলান্টিক এবং হিন্দু মহাসাগর এর বেশ কিছু অঞ্চলেও চন্দ্রগ্রহণ (lunar eclipse) দেখা যাবে।

ভারতীয় সময় অনুসারে ভোরবেলা ২:১৭ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং সন্ধ্যেবেলা ৭:১৯ মিনিট অবধি চলবে এই গ্রহণ।

বুধবার হবে পূর্ণ চন্দ্রগ্রহণ (lunar eclipse) এবং ভারতের পূর্ব দিকের রাজ্যের কিছু অংশে এবং পশ্চিম বাংলার কিছু অংশে, ওডিশার কিছু অংশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে অল্প কিছু সময়ের জন্য দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

ভারতে চন্দ্র উদয় হওয়ার ঠিক কিছুক্ষণ পরে গ্রহণের আংশিক সমাপ্তি হবে এবং সেগুলো ভারতের উত্তর-পূর্ব অংশে, পশ্চিমবঙ্গের কিছু অংশ, ওডিশা রাজ্যের (odissa) কিছু অংশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে দেখা যাবে।

পশ্চিমবঙ্গ (west bengal) এবং ওডিশা রাজ্যে (odissa) ঘূর্ণিঝড় ইয়াসের (yaas) কারণে এই গ্রহণ দেখার সম্ভাবনা খুবই কম, এমনটাই জানা গেছে।

গ্রহণ আংশিকভাবে শুরু হবে ভারতীয় সময় অনুসারে ৩:১৫ মিনিট থেকে এবং সন্ধেবেলা ৬:২৩ মিনিট অবধি সে গ্রহণ চলবে।

ভারতের বাইরে গ্রহণ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর ও হিন্দু মহাসাগর এর বেশ কিছু অংশে দেখা যাবে।

এই বছরের প্রথম চন্দ্রগ্রহণটি বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে সুপারমুন দেখা যাবে এবং সেই চাঁদ একেবারে রক্তের মতো লাল রঙের হবে।

এমন অদ্ভুত সংযোগ বেশ কিছুকাল পরে দেখা যাবে পৃথিবীতে। বৈজ্ঞানিকরা বলছেন যে এটিকে সুপার লুনার ইভেন্ট (super lunar event) বলা যায়।

পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে এলে চন্দ্রগ্রহণ হয়, এটাই আমরা জানি।

চন্দ্রগ্রহণ সর্বদাই পূর্ণিমার রাতে দেখা যায়। সর্বাপেক্ষা তিনবার এই চন্দ্রগ্রহণ দেখা যায়।

ভারতের যে শহরগুলিতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে সেগুলি হল আগরতলা, আইজল, কলকাতা, চেরাপুঞ্জি, কোচবিহার, ডায়মন্ডহারবার, দীঘা, গুয়াহাটি, ইম্ফল, মালদা, ইটানগর, লুমডিং, উত্তর লখিমপুর, পুরি, শিলচর।

The post ২৬ মে’র চন্দ্রগ্রহণ কেন এতটা গুরুত্বপূর্ণ…কোথায় যাবে দেখা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fMRQYy

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages