কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের ৬ মাস অতিক্রান্ত, Black Day পালন কৃষকদের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 26, 2021

কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের ৬ মাস অতিক্রান্ত, Black Day পালন কৃষকদের

নয়াদিল্লি: তিনটি কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে দিল্লিতে চলছে কৃষক বিক্ষোভ। সেপ্টেম্বরে সংসদে এই আইন পাশ হয়। এর প্রতিবাদে আন্দোলনকারী কৃষকরা ২৬ মে, বুধবার ব্ল্যাক ডে (Black Day) হিসেবে পালন করছেন। কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনের ছয় মাস পূর্ণ হয়েছে। কিন্তু এখনও সরকার তাদের দাবী শুনছে না। তাই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করছেন তাঁরা।

কৃষক নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait) জানিয়েছেন, “আমরা তেরঙ্গা বহন করছি। আন্দোলনের ৬ মাস অতিক্রান্ত। কিন্তু এখনও সরকার আমাদের বক্তব্য শুনছে না। তাই কৃষকরা কালো পতাকা উত্তোলন করছে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলছে। আমরা করোনা বিধি মেনে চলছি। কেউ জমায়েত করছে না। যে যেখানে রয়েছে, সেখানেই কালো পতাকা তুলছে।” ইতিমধ্যেই পঞ্জাবের বহু বাড়িতে কৃষকদের সমর্থনে কালো পতাকা উড়তে দেখা গিয়েছে। বাড়িতে ছাড়াও নিজেদের ট্র্যাক্টরেও কালো পতাকা লাগিয়েছেন কৃষকরা।

কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে লাগাতার আন্দোলনে কৃষকরা। একটানা ৬ মাসেরও বেশি সময় ধরে দিল্লির সীমানা ঘেরাও করে রেখে দিয়েছেন হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ একাধিক রাজ্য থেকে আসা হাজার-হাজার কৃষক। রাজধানীতে ঢোকার তিনটি সীমানা ঘেরাও করে রেখেছেন কৃষকরা। কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের বহুবার আলোচনার পরেও সমস্যা মেটেনি। নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা।

দিল্লি সীমানায় এই দিন কৃষক আন্দোলনের ছয় মাস সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রে মোদী সরকাররে সাত বছর পূর্ণ হতে চলল। প্রায় ৪০টি কৃষক সংগঠন নিয়ে চলমান এই আন্দোলনে সংযুক্ত কিষাণ মোর্চা ২৬ মে দিনটিকে স্মরণ করেই এই বিশেষ কর্মসূচি ঘোষণা করে। কিছুদিন আগে কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল একটি ভার্চুয়াল বৈঠকে দেশের কৃষকদের নিজের বাড়িতে, গাড়িতে, দোকানে কালো পাতালা লাগানোর জন্য আবেদন জানান। গত বছরের ২৬ নভেম্বর থেকে ২৬ মে পর্যন্ত ছয় মাস পূরণের দিনে Black Day হিসেবে পালনের ডাক দিয়ে রাজেওয়াল এদিন বলেন, “আমরা দেশের মানুষকে তাঁদের বাড়ি, দোকান, ট্রাক ও গাড়িতে কালো পতাকা লাগানোর জন্য আবেদন করছি এবং এসবের পাশাপাশি প্রতিবাদের আরও একটি অঙ্গ হিসাবে আমরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) কুশপুতুলও পোড়াব”।

The post কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের ৬ মাস অতিক্রান্ত, Black Day পালন কৃষকদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3umelZR

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages